অরুণ গোয়েল। ছবি পিটিআই।
দেশের নতুন নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আমলা অরুণ গোয়েল। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা জানানো হয়েছে। দেশে প্রধান নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকার কথা। কিন্তু গত ছ’মাস ধরে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে কাজ সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই ছিল। এত দিন পর সেই পদে গোয়েলকে নিয়ে আসা হল। নির্বাচন কমিশনার হিসাবে প্রথমেই গুজরাতের বিধানসভা নির্বাচন সামলাতে হবে গোয়েলকে।
রাজীব কুমারের আগে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব সামলেছিলেন সুশীল চন্দ্র। মে মাসে তিনি অবসর গ্রহণ করার পর রাজীব তাঁর স্থলাভিষিক্ত হন।
গোয়েল ১৯৮৫ সালের পঞ্জাব ক্যাডারের আমলা। শনিবার সন্ধ্যায় আইন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, প্রাক্তন আইএএস আধিকারিক অরুণ গোয়েলকে অন্যতম নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।