সড়ক সম্প্রসারণ না হওয়ায় ক্ষোভ এলাকায়
Road Accident

মুম্বই রোডে দুর্ঘটনা, মৃত্যু বাইক আরোহীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ মুম্বই রোডে কলকাতামুখী লেনের পাশেই একটি ট্রাক থেকে বালি খালি করা হচ্ছিল। গ্রামের রাস্তা থেকে এক যুবক সাইকেল নিয়ে মুম্বই রোডে উঠতেই একটি বাইক তাঁকে ধাক্কা মারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৮
Share:
দুর্ঘটনাস্থলে পড়ে গাড়ি ও সাইকেল।

দুর্ঘটনাস্থলে পড়ে গাড়ি ও সাইকেল। ছবি: সুব্রত জানা।

দুর্ঘটনার বিরাম নেই হাওড়ার উলুবেড়িয়ায় মুম্বই রোডে। মঙ্গলবার সকালে কুলগাছিয়ার শ্রীরামপুরে দুর্ঘটনায় প্রাণ গেল মোটর বাইক আরোহী এক যুবকের। আহত হয়েছেন দু’জন। মৃতের নাম অভিষেক হাজরা (৩৮), বাড়ি হাওড়ার জয়পুরের উত্তর খালনায়। এই সড়কে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ। উঠছে পরিকাঠামোগত অব্যবস্থার অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ মুম্বই রোডে কলকাতামুখী লেনের পাশেই একটি ট্রাক থেকে বালি খালি করা হচ্ছিল। গ্রামের রাস্তা থেকে এক যুবক সাইকেল নিয়ে মুম্বই রোডে উঠতেই একটি বাইক তাঁকে ধাক্কা মারে। পিছনে থাকা একটি গাড়ি ওই বাইক এবং সাইকেলে ধাক্কা দিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়। অভিষেক বাইক চালাচ্ছিলেন, পিছনে এক যুবক বসেছিলেন। দুর্ঘটনার জেরে তাঁরা দু’জন এবং সাইকেল আরোহী জখম হন। এলাকাবাসী তিন জনকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কিছুক্ষণের মধ্যেই মারা যান অভিষেক।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে বালি খালি করার জন্য মুম্বই রোডে ওঠার সময়ে পিছনের অংশের রাস্তা দেখতে পায়নি। বাইকটি ততক্ষণে কাছে চলে এসেছিল। বেগতিক বুঝে বাইক চালক ব্রেক কষলেও দুর্ঘটনা এড়াতে পারেননি। পুলিশ জানায়, গাড়ির চালক পলাতক। বালির ট্রাক এবং চালককে আটক করা হয়েছে।

স্থানীয় মানুষের অভিযোগ, মুম্বই রোড ছয় লেন থেকে এই জায়গায় চার লেন হয়ে গিয়েছে। আকছার দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একাধিক বার বলার পরেও রাস্তার সম্প্রসারণ বা সার্ভিস রোড হয়নি। ঘটনাস্থলের ৫০০ মিটারের মধ্যেই কুলগাছিয়া উড়ালপুল। সেখান থেকে গতিতে নামার সময়ে অনেক চালকই গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে সমস্যায় পড়েন। ফলে দুর্ঘটনা ঘটে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্তা বলেন, ‘‘জমি-জটের কারণে ওই জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজ থমকে গিয়েছে। একই কারণে সার্ভিস রোডও করা যাচ্ছে না। সমস্যার সমাধান করে রাস্তা সম্প্রসারণের কাজ করার চেষ্টা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন