—ফাইল চিত্র।
লাদাখ পরিস্থিতি নিয়ে লাগাতার বিঁধে চলেছেন রাহুল গাঁধী। তার জেরে বার বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। এমন পরিস্থিতিতে মোদী সরকারের মুখরক্ষা করতে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেস এবং গাঁধী পরিবারের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। এমনকি লাদাখকে হাতিয়ার করে কংগ্রেস রাহুল গাঁধীকে নতুন করে রাজনীতিতে প্রতিষ্ঠা দিতে চাইছে বলেও কটাক্ষও করেন তিনি।
নাম না করে এ দিন টুইটারেই কংগ্রেস ও গাঁধী পরিবারকে একহাত নেন জেপি নড্ডা। তিনি লেখেন, তাঁর বক্তব্য, ‘‘একটা রাজবংশ ও তাদের বিশ্বস্ত অনুচররা এই বিভ্রান্তিতে রয়েছেন যে, তাঁরাই গোটা বিরোধীপক্ষ। তাই রাজা চেঁচামেচি করলে তাঁর অনুচরেরা ভুয়ো গল্প ফেরি করতে নেমে পড়েন। এই ধরনের একপেশে সমালোচনাকে বিরোধীদের প্রশ্ন বলে দেখাতে চাইছেন তাঁরা।’’
লাদাখ নিয়ে সম্প্রতি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চিনা অনুপ্রবেশের জল্পনা খারিজ করেন তিনি। পরে যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। চিনা বাহিনী ভারতীয় ভূখণ্ডে না ঢুকলে ২০ জন জওয়ান কী ভাবে মারা গেলেন, তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস। সেই প্রসঙ্গ টেনে নড্ডা বলেন, ‘‘বিরোধীদের প্রশ্ন করার অধিকার রয়েছে। সর্বদলীয় বৈঠকে আলোচনা ঠিকঠাকই এগোচ্ছিল। অনেক বিরোধী নেতাই নিজেদের মতামত জানান সেখানে। কোন পথে এগোনো ঠিক হবে, তা নিয়ে সরকারকে পূর্ণ সমর্থনও করেন তাঁরা। ব্যতিক্রম ছিল শুধু একটা পরিবার। বুঝতে পারছেন কে?’’
আরও পড়ুন: উত্তরাখণ্ডে চিন সীমান্তের কাছেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ
নড্ডা আরও লেখেন, ‘‘মানুষ যাদের প্রত্যাখান করেছেন, ক্ষমতা থেকে উৎখাত করেছেন, সেই রাজবংশ গোটা বিরোধী পক্ষের সমান হতে পারে না। একটা রাজবংশের স্বার্থ কখনও গোটা দেশের স্বার্থ হতে পারে না। আজ একজোট হয়ে সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। এটা ঐক্যবদ্ধ এবং সুসংহত হওয়ার সময়। রাজবংশের উত্তরাধিকারীকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য অপেক্ষা করাই যেতে পারে।’’
সিয়াচেন নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট তুলে ধরেও কংগ্রেসকে তীব্র আক্রমণ করে নড্ডা। তিনি বলেন,‘‘একটা রাজবংশের ভুলের জন্য নিজেদের ভূখণ্ডের কয়েক হাজার বর্গকিলোমিটার হারাতে বসেছিলাম আমরা। সিয়াচেন হাতছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। আরও অনেক কিছু হারাতে বসেছিলাম আমরা। তাই দেশ ওদের প্রত্যাখ্যান করেছে।’’
আরও পড়ুন: নেপালের জমি দখল করে চিনের রাস্তা, ঘোরানো হচ্ছে নদীর গতিপথও
লাদাখ পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করায় এর আগেও রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ভারতে থেকে রাহুল চিনের তত্ত্ব প্রচার করছেন বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তা নিয়ে গতকাল বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেন, ‘‘চিনা আগ্রাসন এবং তাদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করলেই দেশদ্রোহী বলা হবে কেন?’’ তার পরেই এ দিন কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন নড্ডা।