অদিতি সিংহ। ফাইল চিত্র।
দলের অন্দরে ‘বিদ্রোহী’ হিসেবে চিহ্নিত হয়েছিলেন আগেই। নরেন্দ্র মোদী সরকারের কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছিলেন প্রকাশ্যে। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের মুখে এ বার বিজেপি-তে যোগ দিলেন রায়বরেলীর কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ।
বুধবার লখনউতে বিজেপি-তে যোগদানের পরে অদিতি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উন্নয়নের কাজে সামিল হতেই বিজেপি-তে যোগ দিলাম।’’ চলতি সপ্তাহেই কৃষি আইন প্রসঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কাকে নিশানা করেছিলেন অদিতি। বলেন, ‘‘ওঁর সবেতেই সমস্যা। যখন কোনও আইন বলবৎ তখন। আবার যখন সেই আইন প্রত্যাহার হয় তখনও।’’ বুধবারও তিনি প্রিয়ঙ্কার উদ্দেশে খোঁচা দেন।
অদিতির বাবা, প্রয়াত অখিলেশ কুমার সিংহ রায়বরেলীর পাঁচ বারের বিধায়ক ছিলেন। গাঁধী পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের ঘনিষ্ঠতা ছিল। অদিতির স্বামী অঙ্গদ সিংহ সাইনি পঞ্জাবের নওয়াঁশহরের কংগ্রেস বিধায়ক। সনিয়া গাঁধীর লোকসভা কেন্দ্রের এক মাত্র কংগ্রেস বিধায়কের বিজেপি-তে যোগদান উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে টিম প্রিয়ঙ্কার কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রাহুল গাঁধী কংগ্রেস সভাপতি থাকাকালীন ২০১৮ সালে অদিতিকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত করেছিলেন। রাহুলের সঙ্গে তাঁর গোপনে বিয়ে হয়ে গিয়েছে বলেও সে সময় গুজব ছড়িয়েছিল। যদিও গুজবে জল ঢেলে অদিতি বলেছিলেন, ‘‘রাহুলজি আমার রাখি-দাদা।’’ তবে ২০১৯-এর লোকসভা ভোটের পরেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ে অদিতির।