Reserve bank of India

৫০০ কোটি টাকা ভর্তি আরবিআইয়ের ট্রাক খারাপ রাস্তায়! নিরাপত্তা নিয়ে হুলস্থুল

পুলিশ সূত্রে খবর, দু’টি ট্রাক চেন্নাইয়ের আরবিআই অফিস থেকে ভিলুপুরমের দিকে রওনা দিয়েছিল। যান্ত্রিক গোলযোগের কারণে তাম্বারামে একটি খারাপ হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৬:৫৭
Share:

পুলিশ সূত্রে খবর, ওই ট্রাকটিতে মোট ৫৩৫ কোটি টাকা ছিল। ছবি: সংগৃহীত।

হাজার কোটির বেশি টাকা নিয়ে চেন্নাইয়ের রিজার্ভ ব্যাঙ্ক থেকে ভিলুপুরমের উদ্দেশে রওনা দিয়েছিল দু’টি ট্রাক। কিন্তু চেন্নাইয়ের তাম্বারামে পৌঁছতেই বিপত্তি বাধল। মাঝপথেই খারাপ হয়ে গেল একটি ট্রাক। আর তার জেরে হুলস্থুল কাণ্ড জাতীয় সড়কে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দু’টি ট্রাক চেন্নাইয়ের আরবিআই অফিস থেকে জেলার ব্যাঙ্কগুলিতে টাকা পৌঁছে দেওয়ার জন্য ভিলুপুরমের দিকে রওনা দিয়েছিল। যান্ত্রিক গোলযোগের কারণে তাম্বারামে একটি ট্রাক খারাপ হয়ে যায়। ওই ট্রাকটিতে মোট ৫৩৫ কোটি টাকা ছিল। ১৭ জন পুলিশ আধিকারিক ট্রাকগুলিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কোনও রকম অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সঙ্গে সঙ্গে আরও পুলিশ পাঠানোর অনুরোধ জানান ওই পুলিশ আধিকারিকেরা। পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তাম্বারামের সহকারী এসপি। নিরাপত্তার কারণে সেটিকে চেন্নাইয়ের তাম্বারামের একটি স্থানীয় স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় স্কুলগেটে। স্কুলে যাওয়া-আসাও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

এর পর মিস্ত্রিরা পৌঁছেও গাড়ি মেরামত করতে ব্যর্থ হওয়ায় ট্রাকটিকে চেন্নাইয়ে ফেরত পাঠানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement