রবিশঙ্কর প্রসাদ। ফাইল চিত্র।
মোবাইল তৈরির প্রতিযোগিতায় চিনকে পিছনে ফেলতে চাইছে ভারত। পিএলআই (প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ) স্কিমের মাধ্যমে বিশ্বের অগ্রণী সংস্থাগুলিতে এ দেশে মোবাইল তৈরির জন্য আহ্বানও জানাতে চাইছে কেন্দ্রের সরকার। সোমবার এ কথা জানিয়েছেন টেলিকম এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ভারতকে ইলেকট্রনিক্স দ্রব্য তৈরির হাব বানাতে চান বলেও জানিয়েছেন তিনি।
ফিকির সাধারণ বার্ষিক সভাতে সোমবার রবিশঙ্কর বলেছেন, ‘‘আমরা ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক বানাতে চাই। এখন চিনকে ছাপিয়ে যাওয়ার দিকে আমাদের নজর দিতে হবে। আমার লক্ষ্য খুব পরিষ্কার এবং তা বাস্তবায়িত করতে আমরা বদ্ধপরিকর।’’ যদিও ২০১৭ সালেই ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী দেশে পরিণত হয়েছে।
২০২৫ সালের মধ্যে ২৬ লক্ষ কোটি টাকার বেশি ইলেকট্রনিক্স দ্রব্য দেশে তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে এনপিই (ন্যাশনাল পলিসি অব ইলেট্রনিক্স)। এর মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার মোবাইল তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে ব্যবসা করার সুবিধার বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্যই পিএলআই নকশা সাজানো হয়েছে বলে এ দিন জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী। ওই স্কিমের অধীনে ইতিমধ্যেই দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৬টি সংস্থা আবেদন মঞ্জুর করা হয়েছে। এই সংস্থাগুলি মিলিত ভাবে ১১ হাজার কোটি টাকা লগ্নি করতে চায় বলেও জানিয়েছেন মন্ত্রী।