Suvendu Adhikari

Diwali: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, আলোর উৎসবে সমৃদ্ধির বার্তা মমতার

অভিষেকের শুভেচ্ছা বার্তা দেখে তো তৃণমূলের অনেকে মনে করছেন, দীপাবলির শুভেচ্ছাতেও দলের কর্মীদের চাঙা হতে বলছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৪:৫৭
Share:

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেটমাধ্যমে তাঁরা শুভেচ্ছা-বার্তা দেন। টুইট করে রাষ্ট্রপতি লেখেন, ‘শুভ দীপাবলি উপলক্ষে আমি সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হল দীপাবলি। অন্ধকার থেকে মুক্তির পথ দেখায় আলো।’

Advertisement

প্রধানমন্ত্রী মোদীর টুইট, ‘শুভ দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। এই আলোর উৎসব আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসুক এই কামনা করি।’ টুইটে আবার মমতার বার্তা, ‘এই বিশেষ দিনে আমরা দীপ জ্বালিয়ে উৎসবে প্রবেশ করি। আমি প্রার্থনা করি সকলের জীবন সর্বদা উজ্জ্বল এবং আনন্দে পূর্ণ হোক! সকলের সুস্থতা, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করি।’ অন্য দিকে, এই আলোর উৎসবে সকলকে শুভেচ্ছার পাশাপাশি পরিবেশ রক্ষা করার কথাও বলেছেন রাষ্ট্রপতি। তাঁর বার্তা, ‘আসুন আমরা সবাই মিলে এই উৎসবকে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে উদ্‌যাপন করি এবং পরিবেশ রক্ষায় ব্রতী হই।’

Advertisement

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে টুইটে শুভেচ্ছা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শুভেন্দু লেখেন, ‘আলোর উৎসব আমাদের সমৃদ্ধি, সম্প্রীতি এবং সুখের পথকে আলোকিত করুক। শুভ কালীপুজো এবং শুভ দীপাবলি!’ আর অভিষেকের শুভেচ্ছা বার্তা দেখে তো তৃণমূলের অনেকে মনে করছেন, দীপাবলির শুভেচ্ছাতেও দলের কর্মীদের চাঙা হতে বলছেন তিনি। অভিষেক টুইটে লেখেন, ‘সবাইকে দীপাবলীর শুভেচ্ছা জানাচ্ছি! আলোর উৎসবে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি। যখন আমরা অন্ধকার কাটিয়ে আলোর উৎসব উদ্‌যাপন করি, তখন আমাদের সব সময় মনে রাখা দরকার যে, কখনই আশা ছেড়ে দেওয়া উচিত নয়। আসুন আমরা আরও বেশি শক্তি এবং আশাবাদী হয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement