শত্রু সম্পত্তি বিল পাশ

বিরোধীশূন্য রাজ্যসভায় শুক্রবার পাশ হয়ে গেল শত্রু সম্পত্তি আইনের সংশোধনী বিলটি। গত বছর রাজ্যসভায় পাশ হওয়ার পরে সিলেক্ট কমিটিতে চলে গিয়েছিল বিলটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:১৩
Share:

বিরোধীশূন্য রাজ্যসভায় শুক্রবার পাশ হয়ে গেল শত্রু সম্পত্তি আইনের সংশোধনী বিলটি। গত বছর রাজ্যসভায় পাশ হওয়ার পরে সিলেক্ট কমিটিতে চলে গিয়েছিল বিলটি। এ দিন আবার তা রাজ্যসভায় পেশ করার পরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘আগামী সপ্তাহে আলোচনার পরে এমন একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। কারণ বিরোধী দলনেতা-সহ বহু সিনিয়র সদস্য এ দিন সংসদে নেই।’’ সপা ও তৃণমূলের সদস্যরাও জয়রামের কথায় সায় দেন। কিন্তু সরকার তার পরেও বিলটি পেশ করে। বিরোধীরা তখন বেরিয়ে যান। এর পরে ধ্বনি ভোটেই পাশ হয়ে যায় ১৯৬৮ সালের শত্রু সম্পত্তি আইনের সংশোধনী বিলটি। কিন্তু তার পরে তা লোকসভায় আনার আগেই সেখানে অধিবেশন শেষ হয়ে যায়। কিন্তু বিরোধীদের দাবি কেন মানা হল না? অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ১৪ মার্চ পর্যন্ত বিলটির মেয়াদ রয়েছে। নিরাপত্তার প্রশ্নেও বিলটি গুরুত্বপূর্ণ বলে ঝুঁকি নেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement