ফাইল চিত্র।
রাজীব গাঁধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত এস নলিনী ও আরপি রবিচন্দ্রনের আগাম মুক্তির আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাই কোর্ট।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার মামলায় মাদ্রাজ হাই কোর্টের আদেশনামায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী এজি পেরারিভালনের মামলার মতো নলিনী ও রবিচন্দ্রনের মুক্তির নির্দেশ দিতে পারে না আদালত। হাই কোর্টের তরফে আরও বলা হয়েছে, পেরারিভলানের মুক্তির জন্য সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিল। ভারতীয় সংবিধানের ১৪২ নং ধারায় পেরারিভলানকে মুক্ত করা হয়েছে।
নলিনী ও রবিচন্দ্রনের মুক্তির আবেদন খারিজ করে হাই কোর্টের পরামর্শ, তারা যেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। উল্লেখ্য, চলতি বছরের গত ১৮ মে রাজীব হত্যা মামলায় সাত দোষী সাব্যস্তের মধ্যে পেরারিভলানকে মুক্ত করে দেশের শীর্ষ আদালত। প্রায় ৩১ বছর ধরে জেলবন্দি ছিল সে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।