ফাইল চিত্র।
অপেক্ষা শেষ হল ত্রিপুরাবাসীর। আগরতলার সঙ্গে নয়াদিল্লিকে এ বার জুড়বে রাজধানী এক্সপ্রেস। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই নতুন ওই ট্রেন চালু করবে রেল মন্ত্রক।
দেশে আপাতত ২২ জোড়া অর্থাৎ ৪৪টি রাজধানী এক্সপ্রেস চলাচল করে। তার সঙ্গে জুড়ছে আরও এক জোড়া রাজধানী। ইতিমধ্যেই ওই ট্রেনের রুটও ঠিক হয়ে গিয়েছে। আগরতলা-বদরপুর-লামডিং হয়ে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের রাস্তা ধরে কাটিহার, বারাউনি, মুঘলসরাই হয়ে সেটি নয়াদিল্লি যাবে। দীর্ঘদিনের চাহিদার পরে কয়েক মাস আগে আগরতলার সঙ্গে মূল ভূখণ্ডের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। তারপর থেকেই আগরতলার মানুষ রাজধানীর মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের ওই দাবি এ বার পূরণ হতে চলেছে।
উত্তর-পূর্বের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কেন্দ্রীয় সরকার অনেক দিন ধরেই উদ্যোগী হয়েছে। নরেন্দ্র মোদী সরকার উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছেন। সেখানকার যোগাযোগ ব্যবস্থারও উন্নয়নে একাধিক রেল ও সড়ক প্রকল্প শুরু করেছে কেন্দ্র। রেল সূত্রে খবর, নতুন রাজধানী এক্সপ্রেস তারই অঙ্গ।