বর্ষার জল ঢুকছে স্ট্যাচু অব ইউনিটিতে!

গুজরাতে এখনও সে ভাবে বৃষ্টি শুরু হয়নি। কিন্তু প্রাকবর্ষাতেই পটেল মূর্তির হলঘরটি এবং গ্যালারি জলমগ্ন। বাইরে থেকে বৃষ্টির ছাঁট আসছে এবং ছাদের থেকে জল চুঁইয়ে পড়ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ০১:৫২
Share:

অল্প বৃষ্টিতেও জল থইথই অবস্থা ‘স্ট্যাচু অব ইউনিটি’-র গ্যালারিতে। তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বল্লভভাই পটেলের মূর্তির এমন হাল দেখে সরব হয়েছেন নেট-নাগরিকদের একাংশ।

Advertisement

গুজরাতে এখনও সে ভাবে বৃষ্টি শুরু হয়নি। কিন্তু প্রাকবর্ষাতেই পটেল মূর্তির হলঘরটি এবং গ্যালারি জলমগ্ন। বাইরে থেকে বৃষ্টির ছাঁট আসছে এবং ছাদের থেকে জল চুঁইয়ে পড়ছে। নেট-নাগরিকদের অনেকেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক জন লিখেছেন, ‘‘খুব খারাপ লাগল। দর্শক গ্যালারির মেঝেতে জল। এত টাকা খরচ করে এই অবস্থা! দুর্ভাগ্যজনক।’’ ইউটিউবে পরিচিত মুখ ধ্রুব রাঠি লিখেছেন, ‘‘মূর্তির গা বেয়ে, ছাদ থেকে চুঁইয়ে জল পড়ছে। বর্ষায় যেন মূর্তির ভিতরে জল না ঢোকে নির্মাণকারীদের সে দিকে নজর দেওয়া উচিত ছিল।’’ নাম না-করে এক নেটিজেনের টুইট-কটাক্ষ, ‘‘তিন হাজার কোটির মূর্তিতে জল চুঁইয়ে পড়ছে নেহরুর জন্যই।’’ কেউ লিখেছেন, ৩০০০ কোটি জলেই গেল!

মূর্তি তৈরির ব্যবস্থাপনার অন্যতম প্রধান তথা নর্মদা কালেক্টর আই কে পটেলের দাবি, দর্শক গ্যালারির ভিতরে জল জমা অস্বাভাবিক নয়। সেখানে নিকাশির ব্যবস্থাও রয়েছে। তাঁর কথায়, ‘‘মূর্তির বুকের কাছে অবস্থিত গ্যালারির পিছনের দিক গ্রিল দিয়ে ঘেরা। ফলে জল ঢুকবেই। হাওয়ার গতি বেশি বলে হয়তো বেশি ছাঁট আসছে। তবে সাফাইকর্মীরা দ্রুত তা পরিষ্কার করে দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement