Indian Railways

রেলকর্মীদের দীপাবলির উপহার, ৭৮ দিনের বোনাসের ঘোষণা করল মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা

অনুরাগ জানান, রেলের কর্মীরা (নন-গেজেটেড) ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ বা পিএলবি পাবেন। যা ৭৮ দিনের শ্রমমূল্যের সমপরিমাণ। বোনাস হিসেবে এক জন কর্মী সর্বাধিক ১৭,৯৫১ টাকা পাবেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৮:৪০
Share:

বোনাস পাচ্ছেন রেলকর্মীরা। ফাইল ছবি।

দীপাবলির আগেই উৎসব-বোনাস পাচ্ছেন রেলকর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার ঘোষণা, ২০২১-২২ অর্থবর্ষে রেলের কর্মীরা ৭৮ দিনের বোনাস পাবেন। এর ফলে রেলে কর্মরত ১১ লক্ষ ২৭ হাজার নন-গেজেটেড কর্মী উপকৃত হবেন। সরকারি ভাঁড়ার থেকে বাড়তি খরচ হবে ১৮৩১.০৯ কোটি টাকা।

Advertisement

দীপাবলির আগেই বোনাস নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, রেলের কর্মীরা (নন-গেজেটেড) ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ বা পিএলবি পাবেন। যা ৭৮ জনের শ্রমমূল্যের সমপরিমাণ। তবে পিএলবির আওতা থেকে বাদ পড়বেন আরপিএফ, আরপিএসএফ কর্মীরা। সূত্রের খবর, পিএলবি হিসাবে এক এক জন কর্মী সর্বাধিক ১৭,৯৫১ টাকা পাবেন।

পিএলবির জন্য ‘ওয়েজ ক্যালকুলেশন সিলিং’ হল মাসে সাত হাজার টাকা। ৭৮ দিনের ক্ষেত্রে যা সর্বাধিক হতে পারে ১৭,৯৫১টাকা। রেল মন্ত্রক আগেই জানিয়েছিল, রেলকর্মীরা যাত্রী ও পণ্য সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যা অর্থনীতির ক্ষেত্রে অনুঘটকের কাজ করে। এ বার ৭৮ দিনের বোনাস দেওয়ার মধ্যে দিয়ে সেই দাবিরই আনুষ্ঠানিক স্বীকৃতি রেলকর্মীরা পেতে চলেছেন।

Advertisement

এ দিন মন্ত্রিসভার বৈঠকে তেল সংস্থাগুলোকেও স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী অনুরাগ জানিয়েছেন, গত দু’বছর ধরে পেট্রোলিয়াম সংস্থাগুলো রান্নার গ্যাস বেশি দামে কিনে কম দামে বিক্রি করছে। এর ফলে তাদের লোকসানের মুখ দেখতে হয়েছে। সেই লোকসানের ক্ষতিপূরণ হিসাবে মন্ত্রিসভা ২২ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement