rahul gandhi

রাহুলের ‘কুমিরের কান্না’য় ভুল পথে চলছেন কৃষকরা, তোপ স্মৃতির

স্মৃতি জানিয়েছেন, আমেঠীতে জেতার পর রাহুলের দল কংগ্রেস কোনও উন্নয়ন করেনি অমেঠীর৷ এই কেন্দ্র থেকেই লোকসভা ভোটে রাহুল হেরেছিলেন স্মৃতির কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৮:১৩
Share:

রাহুল গাঁধী ও স্মৃতি ইরানি— ফাইল চিত্র

কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। শুক্রবার তিনি বলেন, ‘‘নয়া ৩ কৃষি আইন নিয়ে কৃষকদের বিভ্রান্ত করছে রাহুলের মিথ্যাচার। ওঁর কুমিরের কান্না কৃষকদের ভুল পথে চালিত করছে। ওঁর নিজের জামাইবাবুই কৃষকদের জমি অবৈধ ভাবে দখল করেছিলেন। সে নিয়ে কেন চুপ রাহুল?’’

Advertisement

শুক্রবারই স্মৃতি তাঁর নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশের অমেঠীতে গিয়েছিলেন এক কৃষক সমাবেশে যোগ দিতে। সেখানেই রাহুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। ঘটনাচক্রে, এই অমেঠীই এক সময় 'কংগ্রেসের গড়' বলে পরিচিত ছিল। রাহুলের কেন্দ্র৷ গতবার লোকসভা নির্বাচনে স্মৃতির কাছেই রাহুলকে এই কেন্দ্রে হারতে হয়৷

রাহুলকে চ্যালেঞ্জ ছুড়ে কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে অমেঠীতে কৃষকদের মাঝে আসতে বলেন। অমেঠীর উন্নয়ন নিয়ে রাহুলকে খোঁচা দিয়ে স্মৃতি বলেন, ‘‘আমি আসার আগে এখানে কী উন্নয়ন হয়েছিল, সবার জানা৷ গাঁধী পরিবার অমেঠী নিজেদের দখলে রেখেও কৃষকদের উন্নয়নের জন্য প্রায় কিছু করেনি। ক্রমাগত তাঁদের ভুল পথে চালিত করেছে৷ শুধু ক্ষমতার ফল ভোগ করে দিল্লিতে সোনার প্রাসাদে থেকেছে৷’’ স্মৃতি জানিয়েছেন, আমেঠীতে জেতার পর রাহুলের দল কংগ্রেস কোনও উন্নয়ন করেনি অমেঠীর৷ বিজেপি এসে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে৷

Advertisement

আরও পড়ুন: অতিমারির ধাক্কা সামলে উঠছে অর্থনীতি, দাবি আরবিআইয়ের

অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাও বলেন তিনি৷ শুধু মোদিই নন, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা কৃষকদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে নতুন কৃষি আইন নিয়ে আলোচনা করেন৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই স্মৃতি ইরানি এসেছিলেন অমেঠীতে৷ সেখানে এসেই রাহুলকে বিঁধলেন তিনি।

আরও পড়ুন: মোদীর কৃষি-বার্তাতেও নিশানা বঙ্গ, কৃষকদের ডাক বৈঠকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement