National News

‘এটা আদর্শের লড়াই’, বললেন রাহুল, ভাইয়ের সিদ্ধান্তে শ্রদ্ধা প্রিয়ঙ্কার

এ দিন তাই তাঁর টুইটে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘খুব অল্প লোকেরই এমন সাহস রয়েছে, যা তুমি দেখালে। তোমার সিদ্ধান্তের জন্য আমার গভীর শ্রদ্ধা রইল।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ১৫:৪৪
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

গদি আঁকড়ে থাকার সর্বনাশা মোহ যখন গ্রাস করেছে ভারতের সবক’টি রাজনৈতিক দলের নেতৃত্বকে, তখন দাদা রাহুল গাঁধীর সিদ্ধান্তে দৃশ্যতই গর্বিত প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাঁর মনে হয়েছে, রাহুলের সিদ্ধান্ত তাঁর ‘সাহসেরই বহিঃপ্রকাশ’। সে জন্য দাদার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা।

Advertisement

বোনের পাশে এসে দাঁড়ানোর দিনে আরও একটি সুখবর পেয়েছেন সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) এক কর্মীর দায়ের করা মানহানির মামলায় রাহুলের জামিন মঞ্জুর করেছে মুম্বইয়ের একটি আদালত। উৎসাহিত রাহুল পরে সাংবাদিকদের বলেছেন, ‘‘নানা দিক থেকে আমাকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু লড়াই জারি থাকবে। এটা আদর্শের লড়াই। লড়াইটা আমি খুব উপভোগ করছি। গত পাঁচ বছরে যতটা লড়াই করেছি, এ বার লড়ব তার দশ গুণ।’’

রাহুলের মধ্যে সেই লড়াইয়ের ‘স্পিরিট’টা গত কালই দেখতে পেয়েছেন বোন প্রিয়ঙ্কা। জনতার উদ্দেশে লেখা রাহুলের ইস্তফাপত্রে। এ দিন তাই তাঁর টুইটে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘খুব অল্প লোকেরই এমন সাহস রয়েছে, যা তুমি দেখালে। তোমার সিদ্ধান্তের জন্য আমার গভীর শ্রদ্ধা রইল।’’

Advertisement

ভোট-ভরাডুবির যাবতীয় দায় নিয়ে বুধবার টুইটে জনতার উদ্দেশে লেখা একটি চিঠিতে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধী। রাহুলের গত কালের সেই টুইটই এ দিন রি-টুইট করে দাদাকে শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়ঙ্কা।

আরও পড়ুন- আমি আর নেই, কাউকে পাশে পাইনি, টুইটারে চিঠি লিখে ক্ষোভ উগরে দিলেন রাহুল​

আরও পড়ুন- মোদী, আরএসএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, হুঙ্কার রাহুলের​

রাহুল গত কাল তাঁর চিঠিতে ল‌িখেছিলেন, ‘‘ক্ষমতাবানরা ক্ষমতার সঙ্গে থাকেন, ভারতে এটা অভ্যাসে পরিণত হয়েছে। কেউই ক্ষমতা ত্যাগ করেন না। করতে চান না। কিন্তু ক্ষমতালিপ্সা ত্যাগ না করতে পারলে আর গভীর আদর্শবাদী লড়াই না লড়তে পারলে আমরা আমাদের বিরোধী পক্ষকে হারাতে পারব ন‌া।’’

গত ২৫ মে, নির্বাচনের ফলপ্রকাশের অব্যবহিত পরেই কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে দলের সভাপতি পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন রাহুল। তার পরেও দলের তরফ থেকে বহু অনুরোধ করা হয়েছে রাহুলকে। তার পরেও তিনি অনড় থেকেছেন তাঁর সিদ্ধান্তে। বেশ কয়েক বার জানিয়েছেন, পদ ছাড়ছেনই। এমনকী, এও জানিয়েছেন, পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেও তিনি জড়াতে চান না নিজেকে, স্বচ্ছ্বতা বজায় রাখতে।

ও দিকে, সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনার সঙ্গে ‘বিজেপি-আরএসএসের মতাদর্শ’কে জুড়ে মন্তব্য করার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মুম্বইয়ের একটি আদালতে মানহানির মামলা করেছিলেন এক আরএসএস কর্মী। বৃহস্পতিবার সেই মামলায় ১৫ হাজার টাকার বিনিময়ে রাহুলের জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement