ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শক্তিস্থলে সনিয়া ও রাহুল গান্ধী। ছবি: পিটিআই।
নয়াদিল্লি, ৩১ অক্টোবর: তাঁর শক্তি তাঁর ঠাকুমাই, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে এ কথা বলেই শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী। বললেন, “আমার শক্তি, আমার ঠাকুমা। তাঁর কাছ থেকে শিখেছি দেশের জন্য আত্মত্যাগ করতে। তার আদর্শকে পাথেয় করেই আগামী দিনে আমি এগিয়ে যাব।” তাঁর মৃত্যুদিবসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, “তুমি যে ভারতের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছ, সেই ভারতকে আমি সব সময় রক্ষা করব। তোমার স্মৃতি সর্বদা আমার সঙ্গে আছে, আমার হৃদয়ে।”
এ দিন রাহুল যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেটি ইন্দিরার প্রয়াণের সময়কার ভিডিয়ো। এই ১ মিনিট ৪৪ সেকেন্ডের ক্লিপ-এ ইন্দিরার মৃত্যুর পর রাহুলকে অঝোরে কাঁদতে দেখা যাচ্ছে। মৃতা ঠাকুমার মুখ মুছিয়ে দিচ্ছেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে শোকার্ত রাজীব গান্ধী এবং সনিয়া গান্ধীকেও। সনিয়ার চোখ ঢাকা ছিল কালো চশমায়। ভিডিয়োর পরবর্তী অংশে রয়েছে ইন্দিরা গান্ধীর বক্তৃতা দেওয়ার, সংসদে প্রবেশ করার ছবি। অনগ্রসরদের উন্নয়নের জন্য বার্তা দিতে দেখা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
গান্ধী পরিবারের আর এক সদস্য তথা বিজেপি নেতা বরুণ গান্ধী পৃথক ভাবে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি তাঁকে ‘দেশের মা’ হিসাবে অভিহিত করেছেন।