রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের সফর বাতিল করে রাহুল গান্ধী তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের হারের কারণ বিশ্লেষণ করতে বসলেন।
শুক্রবারই রাহুল গান্ধীর ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম সফরে রওনা হওয়ার কথা ছিল। তার বদলে রাহুল গান্ধী এ দিন লোকসভায় মহুয়া মৈত্রের বহিষ্কারের সময়ে হাজির ছিলেন। বিরোধীদের ওয়াক-আউটের সময় মহুয়ার সঙ্গে বেরিয়ে প্রতিবাদেও যোগ দেন। তারপরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশের হারের পর্যালোচনা বৈঠকে বসেন।
কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, এই সফরে রাহুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে সফর বাতিল হয়েছে।
তিন রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের হারই কংগ্রেসকে সবথেকে বেশি ধাক্কা দিয়েছে। কারণ, এই দুই রাজ্যে জয় নিয়ে কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত ছিলেন। আজ দিল্লিতে পর্যালোচনা বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ, দিগ্বিজয় সিংহ হাজির ছিলেন।
বৈঠকের পরে রাজ্যের ভারপ্রাপ্ত নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল হবে কি না, পরিষদীয় দলের নেতা কে হবেন, তা খড়্গে ঠিক করবেন।’’ ছত্তীসগঢ়ের বৈঠকের পর রাজ্যের ভারপ্রাপ্ত নেত্রী কুমারী শৈলজা বলেন, ‘‘পাঁচ বছর সরকারে থাকলেও কংগ্রেসের ভোটের হার কমেনি। সবাই জয়ের বিষয়ে নিশ্চিত ছিল। তবে কংগ্রেস লোকসভা নির্বাচনে পুরো শক্তি দিয়ে লড়বে।’’