Dev-Arun

আরজি করে আশঙ্কাজনক পরিচালক, অরুণ রায়কে দেখতে গেলেন ‘বাঘা যতীন’ দেব

কেমন আছেন ‘বাঘা যতীন’-এর পরিচালক? নিজের চোখে দেখতে আরজি কর হাসপাতালে পৌঁছে গেলেন দেব।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩
Share:

দেব হাসপাতালে দেখতে গেলেন পরিচালক অরুণ রায়কে। ছবি: ফেসবুক।

সঙ্কটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক অরুণ রায়। অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, অবস্থার উন্নতি হয়নি। দেব শনিবার পৌঁছে গিয়েছিলেন সেখানে। নিজের চোখে দেখলেন তাঁর ‘বাঘা যতীন’ ছবির পরিচালককে। চিকিৎসক জানিয়েছেন, উভয়ের মধ্যে কথাও হয়েছে অল্প। যদিও অরুণ তাঁর বেশি কথা বলার মতো অবস্থায় নেই।

Advertisement

ফুসফুসে সংক্রমণ থাকায় গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় অরুণকে। তাঁকে আইসিইউ বিভাগে রাখা হয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত তিনি। চিকিৎসকের মতে, দুর্বল শরীরে যে কোনও সংক্রমণ সহজেই থাবা বসাতে পারে। এই কারণেই নতুন করে সংক্রমণের শিকার পরিচালক। তাঁর ফুসফুসের অবস্থা খুব ভাল নয়। কিছু সময় বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে। খুবই আস্তে কথা বলতে পারছেন। বাকি সময় মনের ভাব জানাচ্ছেন লিখে। পরিচালকের পাশে ২৪ ঘণ্টা রয়েছে তাঁর পরিবার।

স্টার থিয়েটারের সামনে দেব। ছবি: ফেসবুক।

জানা গিয়েছে, শনিবার ম্যাটিনি শো-তে স্টার থিয়েটার পরিদর্শনে আসেন ‘খাদান’ ছবির নায়ক। তাঁর ছবি এ দিনও ছিল ‘হাউসফুল’। সেই সাফল্য গায়ে মেখে কর্তব্য পালনে পৌঁছে যান শ্যামবাজারের বহুচর্চিত এই হাসপাতালে। পরিচালকের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না, নিজে খতিয়ে দেখেন। পরিচালকের অবস্থার উন্নতির জন্য প্রয়োজনে অন্য হাসপাতালে কি তাঁকে স্থানান্তরিত করা হতে পারে? চিকিৎসক জানিয়েছেন, অন্য হাসপাতালেও একই চিকিৎসা হবে পরিচালকের। রোগমুক্তির জন্য হয় অস্ত্রোপচার নয় কেমোথেরাপির আশু প্রয়োজন। কিন্তু এই দু’টির কোনওটিই সহ্য করার মতো ক্ষমতা এই মুহূর্তে নেই অরুণ রায়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement