প্রথম সারিতে রাহুল নেই

রাহুলকে তাই আগের মতো দ্বিতীয় সারিতে বসতে হবে। রাহুল দলকে জানিয়েছেন, এতে তাঁর আপত্তি নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০৪:০৬
Share:

—ফাইল চিত্র।

ক’দিন ধরেই লোকসভায় সনিয়া গাঁধীর পাশে প্রথম সারিতে বসছিলেন রাহুল গাঁধী। কিন্তু কংগ্রেসকে সরকার জানিয়ে দিয়েছে, প্রথম সারিতে ইউপিএ তিনটি আসনই পাবে। তার মধ্যে দু’টি কংগ্রেসের। একটি ইউপিএ চেয়ারপার্সন হিসেবে সনিয়া ও দলের নেতা হিসেবে অধীররঞ্জন চৌধুরী। তৃতীয়টিতে বসবেন ডিএমকের টি আর বালু। রাহুলকে তাই আগের মতো দ্বিতীয় সারিতে বসতে হবে। রাহুল দলকে জানিয়েছেন, এতে তাঁর আপত্তি নেই। অধীরও বলেন, রাহুল প্রথম সারির দাবি করেননি। কিন্তু দলের অনেকে সরকারের কাছে ফের আর্জি জানান। সরকার জানায়, নিয়ম মেনেই বসার জায়গা স্থির হবে। প্রথম সারিতে ফারুক আবদুল্লা ও মুলায়ম সিংহ যাদবের মতো প্রবীণ সাংসদদেরও জায়গা দিতে হবে। রাহুল এখন কোনও পদেও নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement