বাঁ দিকে প্রিয়ঙ্কা বঢরা গান্ধী, ডান দিকে রাহুল গান্ধী। ছবি: পিটিআই।
বিধানসভা ভোটে কংগ্রেস জিতলে হরিয়ানায় কৃষকদের সরকার হবে বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বোন প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়ে সোমবার অম্বালায় বিধানসভা ভোটে কংগ্রেসের প্রচারসভায় তিনি বলেন, ‘‘বিজেপি ভোটে জিতলে হরিয়ানার সরকার হবে আদানি, অম্বানীর।’’
রাহুল এবং প্রিয়ঙ্কা সোমবার অম্বালার নারায়ণগড়ে কংগ্রেসের ‘বিজয় সঙ্কল্প যাত্রা’র সূচনা করেন। উত্তর হরিয়ানার তিন জেলা অম্বালা, কার্নাল এবং হিসারে আগামী তিন দিনে ছ’টি বিধানসভা কেন্দ্রে যাবে কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। কংগ্রেসের প্রচারে অংশ নিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘‘বিজেপি ভারতের সংবিধান বদলে দিতে চায়। যারা দেশের সংবিধান বদলানোর চেষ্টা করছে, তাদের সরকারকে এ বার বদলাতে হবে।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার হরিয়ানার প্রচারে গিয়ে বলেছিলেন, ‘‘কংগ্রেস দলিত (এসসি) এবং অনগ্রসর (ওবিসি) বিরোধী।’’ জবাবে রাহুলের মন্তব্য, মানুষকে ধর্ম এবং জাতপাতের ভিত্তিতে বিভাজিত করতে চায় বিজেপি।’’ প্রসঙ্গত, রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে হরিয়ানার বিধানসভা ভোটে এ বার ৩৩ শতাংশ ওবিসি এবং ২২ শতাংশ দলিত ভোটকে ‘পাখির চোখ’ করেছে বিজেপি। তাদের অঙ্ক ২৬ শতাংশ জাঠ ভোট কংগ্রেস, জেজেপি এবং আইএনএলডির মধ্যে ভাগাভাগি হবে। তাই বিজেপি নেতৃত্ব ধারাবাহিক ভাবে কংগ্রেসকে ‘দলিত এবং ওবিসি’ বিরোধী বলে চিহ্নিত করছেন। যার জবাবে সোমবার অম্বালায় জাত গণনায় দাবি তুলেছেন রাহুল।