Congress

Rahul Gandhi: ফিরল রাহুলের অ্যাকাউন্ট

শুক্রবারই রাহুল টুইটারের বিরুদ্ধে দেশের রাজনীতিতে নাক গলানোর অভিযোগ তুলেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ০৮:২৯
Share:

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

রাহুল গাঁধী-সহ কংগ্রেসের নেতা ও দলের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট ফের চালু হয়ে গেল। সপ্তাহ খানেক আগে দিল্লির নয় বছরের ‘ধর্ষিতা’ ও মৃত বালিকার মৃত্যুর পরে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ছবি টুইট করার পরে টুইটার কর্তৃপক্ষ রাহুলের অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তার প্রতিবাদ শুরু হওয়ার পরে দলের ও নেতাদের বহু অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। আজ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া দফতরের ভারপ্রাপ্ত নেতা রোহন গুপ্ত জানিয়েছেন, ‘‘সমস্ত টুইটার অ্যাকাউন্ট আনলক করে দেওয়া হয়েছে। তবে এর কোনও কারণ দেখানো হয়নি।’’

Advertisement

শুক্রবারই রাহুল টুইটারের বিরুদ্ধে দেশের রাজনীতিতে নাক গলানোর অভিযোগ তুলেছিলেন। টুইটার কর্তৃপক্ষ মোদী সরকারের কথায় বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে বলেও তিনি অভিযোগ তুলেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে শুক্রবারই টুইটার ইন্ডিয়া-র প্রধান মণীশ মাহেশ্বরীকে আমেরিকায় বদলি করা হয়। কংগ্রেসের তোপের আগে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গেও টুইটারের সংঘাত বেধেছিল। কেন্দ্রের অভিযোগ ছিল, টুইটার সরকারের নতুন তথ্যপ্রযুক্তি বিধি মানতে চাইছে না। এখন অবশ্য কেন্দ্রের অবস্থান, টুইটার তথ্যপ্রযুক্তি বিধি মেনে কাজ শুরু করেছে। একজন স্থায়ী চিফ কমপ্লায়ান্স অফিসার তথা গ্রিভান্স অফিসার নিয়োগ করা হয়েছে। একজন নোডাল অফিসারও নিয়োগ করেছেন টুইটার কর্তৃপক্ষ। কংগ্রেস মুখপাত্র পবন খেরার প্রশ্ন, ‘‘টুইটারের উপরে কি সরকার চাপ তৈরি করছে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement