গত রবিবার আগুন লেগেছিল কুম্ভ মেলায়। —ফাইল চিত্র।
অধিকাংশই খালি গায়ে। তিনি অবশ্য গেরুয়া গেঞ্জি ও গেরুয়া ধুতিতে। তাঁকে ঘিরে থাকা সকলকে তিনি আঁজলা করে জল ছুড়ে ভিজিয়ে দিচ্ছেন। পাল্টা জল ছুড়ে জবাব দিচ্ছেন অন্যেরাও। প্রয়াগরাজে কুম্ভ মেলার সঙ্গমে এ ভাবেই সতীর্থ মন্ত্রীদের নিয়ে স্নান করতে গিয়ে ভিন্ন মেজাজে ধরা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গত রবিবারই আগুন লেগেছিল কুম্ভ মেলায়। তাতে প্রাণহানি না হলেও, যোগীর কুম্ভ মেলার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই আবহে কুম্ভের ইতিবাচক ছবি তুলে ধরতে আজ সেখানে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নেন যোগী। বৈঠকের পাশাপাশি মন্ত্রিসভার সতীর্থদের নিয়ে আজ সঙ্গমে ডুব লাগান যোগী। সঙ্গী হন সতীর্থ মন্ত্রীরা। ডুব লাগানোর আগে তাঁকে ঘিরে থাকা মন্ত্রীদের একে অপরের শরীরে আঁজলা করে জল ছুড়ে দিতে দেখা যায় যোগীকে। পাল্টা যোগীর উদ্দেশে জল ছুড়ে দিয়ে জবাব দেন মন্ত্রীরাও।
আজ কুম্ভ মেলায় যোগীর মন্ত্রিসভার বৈঠককে কটাক্ষ করে বিরোধী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, ‘‘কুম্ভ বা প্রয়াগরাজ রাজনীতি করার বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্থান নয়। কুম্ভতে মন্ত্রিসভার বৈঠক করা রাজনীতি ছাড়া কিছু নয়। আমাদের মধ্যে অনেকেই কুম্ভে গিয়ে ডুব দিয়ে এসেছি, তার মানে এই নয় যে সেই ছবি সমাজমাধ্যমে দিতে হবে বা প্রচারের লক্ষ্যে সংবাদমাধ্যমকে ফলাও করে বলতে হবে।’’