Menstrual Leave

ঋতুস্রাবের জন্য ছুটি পাবেন ছাত্রীরা, ঘোষণা পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের, রয়েছে কিছু শর্তও

১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডিন রুমিনা শেঠি এই ছুটি নিয়ে একটি নির্দেশিকা জারি করেন। তাতে বলা হয়, ঋতুস্রাবের কারণে ছাত্রীরা ছুটি পাবেন। তবে কিছু শর্তও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ২৩:০৬
Share:

—প্রতীকী চিত্র।

ঋতুস্রাবের সময় এ বার ছুটি পাবেন ছাত্রীরা। ঘোষণা করল চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেণু ভিজ ওই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই ছুটি নিতে পারবেন ছাত্রীরা, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ডিন রুমিনা শেঠি এই ছুটি নিয়ে একটি নির্দেশিকা জারি করেন। তাতে বলা হয়, ঋতুস্রাবের কারণে ছাত্রীরা ছুটি পাবেন। তবে কিছু শর্তও রয়েছে। শর্ত হিসাবে বলা হয়েছে, প্রতি মাসে মাত্র এক দিন করেই এই কারণে ছুটি নিতে পারবেন ছাত্রীরা। যে মাসে অন্তত ১৫ দিন ক্লাস নেওয়া হয়েছে কলেজে, এক মাত্র সেই মাসেই এই ছুটি নেওয়া যাবে। পাশাপাশি, একটি সেমেস্টারে ঋতুস্রাবের কারণে মাত্র চার দিন ছুটি নেওয়া যাবে। তার বেশি নয়। ক্লাসের পরীক্ষা বা প্র্যাকটিকাল পরীক্ষার সময় এই ছুটি নিতে পারবেন না ছাত্রীরা।

ঋতুস্রাবের কারণে ছুটি নিতে গেলে বিশেষ আবেদনপত্র পূরণও করতে হবে। ছুটি নেওয়ার পাঁচ দিনের মধ্যে সেই আবেদনপত্র জমা দেওয়ার কথা নির্দেশিকায় লেখা রয়েছে। ঋতুস্রাবের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটি গঠন করেছিলেন উপাচার্য। সেই কমিটি খসড়া প্রস্তাব জমা করে। অনুমোদন দেন উপাচার্য। এর আগে কেরলের ‘কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ ছাত্রীদের জন্য এই ছুটি মঞ্জুর করেছিল। ২০২৩ সালের জানুয়ারিতে সেখানে এই ছুটি চালু হয়। দেশে সেটাই প্রথম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement