Wrong Blood Transfusion

‘ও পজ়িটিভের’ রোগীকে দেওয়া হল ‘এবি পজ়িটিভ’ রক্ত! কিডনি সারাতে গিয়ে হাসপাতালেই মৃত্যু মহিলার

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সরকারি জেনারেল হাসপাতালে কিডনির অসুখ নিয়ে ভর্তি করানো হয়েছিল মহিলাকে। সেখানে তাঁর শরীরে ভুল রক্ত প্রবেশ করানো হয় বলে অভিযোগ। বুধবার তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:৪৪
Share:

অন্ধ্রপ্রদেশের হাসপাতালে ভুল রক্ত সরবরাহের জন্য মৃত্যু মহিলার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দরকার ছিল ‘ও পজ়িটিভ’ গ্রুপের রক্ত। কিন্তু হাসপাতালে চিকিৎসক দিলেন ‘এবি পজ়িটিভ’! কিডনির অসুখ সারাতে গিয়ে ভুল রক্তের কারণে মৃত্যু হল তরুণীর। হাসপাতাল কর্তৃপক্ষ এই গাফিলতি মেনে নিয়েছেন। অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে। তাঁর শাস্তির দাবি জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যেরা।

Advertisement

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সরকারি জেনারেল হাসপাতালের ঘটনা। ভাবনা সিরিসা নামের ৩৪ বছরের এক মহিলাকে ওই হাসপাতালে কিডনির সমস্যা নিয়ে ভর্তি করানো হয়েছিল। পরিবার সূত্রে খবর, গত চার বছর ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি। চিকিৎসা চলাকালীন হাসপাতাল থেকে জানানো হয়, ওই মহিলার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম। তাই তাঁর আরও রক্ত প্রয়োজন।

মহিলার প্রয়োজন ছিল ‘ও পজ়িটিভ’ রক্ত। পরিবারের সদস্যেরা জানিয়েছেন, কয়েক দিন হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে সংশ্লিষ্ট গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার রাতে রক্ত দেওয়ার জন্য আসেন নতুন এক ডাক্তার। তিনি ভুলবশত ‘এবি পজ়িটিভ’ রক্ত দিতে শুরু করেন। রোগীর আত্মীয়েরা সেই ভুল ধরিয়ে দিলেও প্রথমে ডাক্তার তাতে আমল দেননি বলে অভিযোগ। পরে সিনিয়র ডাক্তার এসে ভুল বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে ওই রক্ত সরবরাহ করা বন্ধ করেন। কিন্তু তত ক্ষণে দেরি হয়ে গিয়েছে।

Advertisement

রোগীর আত্মীয়েরা জানিয়েছেন, ভুল রক্ত দেওয়ার পর থেকেই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার রাতে ওই রক্ত দেওয়ার পর বুধবার সকালেই তাঁর মৃত্যু হয়। চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।

হাসপাতালের সুপার লাবণ্য কুমারী তাঁদের ভুল মেনে নিয়েছেন এবং রোগীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্য দফতরকেও। সরকারের তরফে ওই রোগীর পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement