Punjab

Punjab Assembly Vote: ভোটের মুখে বালি পাচার মামলায় গ্রেফতার পঞ্জাবের মুখ্যমন্ত্রী চন্নির ভাইপো

বালি পাচার মামলায় বুধবার সন্ধেতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ০৯:০৫
Share:

ভোটের আগে অস্বস্তিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী। ফাইল চিত্র।

বিধানসভা ভোটের মুখে গ্রেফতার হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নির ভাইপো। বালি পাচার মামলায় বুধবার সন্ধেতেই তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার তোলা হবে সিবিআই আদালতে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পঞ্জাবে। অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

উল্লেখ্য, গত মাসেই বালি পাচার মামলায় পঞ্জাবের বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। সে সময়ও মুখ্যমন্ত্রীর আত্মীয়ের কাছ থেকে নগদ আট কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। নগদ টাকা, দামি হাতঘড়ি, মোবাইল, সোনা ইত্যাদি বাজেয়াপ্ত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবের ১১৭ আসনে ভোট। তার আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবের রাজনৈতিক মহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement