Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ চিন সফরের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে ভারতের সীমান্ত এলাকা নিয়ে তিনি আলোচনা করতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৫
Share:

ফাইল চিত্র।

আজ, শুক্রবার রাজ্যে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া সরস্বতী পুজোর দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত সব খবরের দিকে।

Advertisement

পুরভোট প্রস্তুতি

বৃহস্পতিবার রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার কাজও শুরু হয়েছে। ফলে এ বার প্রার্থিতালিকা ঘোষণা করবে রাজনৈতিক দলগুলি। নজর থাকবে সে দিকে।

Advertisement

গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

সামনেই রয়েছে গোয়া বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে ওই রাজ্যে আজ প্রচারে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে সে দিকে।

রাজ্যপাল বিতর্ক

রাজ্য সরকার এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে বিতর্ক অব্যাহত রয়েছে। এমতাবস্থায় রাজ্যপালের অপসারণ চেয়ে সংসদে সরব হয়েছে তৃণমূল। ফলে এই বিতর্কের দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক- সনৎ সিংহ।

ইমরানের চিন সফর

আজ চিন সফরের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে ভারতের সীমান্ত এলাকা নিয়ে তিনি আলোচনা করতে পারে। ফলে কূটনৈতিক দিক থেকে ভারতের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ।

লতা ও সন্ধ্যার শারীরিক অবস্থা

আপাতত সুস্থ আছেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ তাঁদের পাশাপাশি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত কেমন থাকেন সে দিকেও নজর থাকবে।

রাজ্যের করোনা পরিস্থিতি

বুধবার দৈনিক আক্রান্ত অনেকটা বেড়েছিল রাজ্যে। বৃহস্পতিবার আবার তা কমে নেমে গেল দু’হাজারের নীচে। মাসখানেক পর রাজ্যে আবার চার শতাংশের নীচে নামল সংক্রমণ। আজ দেখার সংক্রমণ কত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement