Punjab

Bhagwant Mann: পেটব্যথা নিয়ে হাসপাতালে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান, ‘পবিত্র’ জলাশয়ের জল খেয়ে অসুস্থ?

সূত্রের দাবি, রবিবার একটি ‘পবিত্র’ জলাশয়ের জল খাওয়ার দিন দুয়েক পর থেকেই পেটে ব্যথা শুরু হয় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:৪৬
Share:

রবিবার কপূরথালায় জলাশয়ের জলপান করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

অসহ্য পেটব্যথা নিয়ে নয়াদিল্লির হাসপাতালে ভর্তি করানো হল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। মঙ্গলবার রাতে তাঁকে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

সূত্রের দাবি, রবিবার একটি জলাশয়ের ‘দূষিত’ জল খাওয়ার দিন দুয়েক পর থেকেই পেটে ব্যথা শুরু হয় মানের। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও মুখ্যমন্ত্রীর হাসপাতালে থাকার কথা অস্বীকার করেছে পঞ্জাব প্রশাসন। উল্টে প্রশাসনের কর্তাদের দাবি, মুখ্যমন্ত্রী সুস্থসবল রয়েছেন।

রবিবার কালী বেন নামে একটি জলাশয়ের সংস্কারের ২২তম বার্ষিকী উপলক্ষে কপূরথালার সুলতানপুর লোধি শহরে গিয়েছিলেন মান। সেখানে বৃক্ষরোপণে কর্মসূচির মাঝে ওই জলাশয়ের এক গ্লাস জল খেয়েছিলেন। পঞ্জাবে ওই জলাশয়টি পবিত্র বলে পরিচিত। সূত্রের দাবি, এর পর মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর পেটব্যথা হতে থাকে। রাতে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে মানকে আকাশপথে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৪৮ বছরের মান। যদিও মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement