বিজেপি নেতার বাড়ির সামনে বর্জ্য। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ট্রাক্টর ভর্তি করে নিয়ে গিয়ে বিজেপি নেতার বাড়ির সামনে ফেলা হয়েছে গোবর। অভিযোগের তির পঞ্জাবের হোসিয়ারপুরে কৃষি আইন নিয়ে প্রতিবাদকারী এক দলের বিরুদ্ধে। এই ঘটনার নিন্দা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। তিনি বলেছেন, ‘‘প্রতিবাদের নামে হেনস্থা করা মেনে নেওয়া হবে না।’’
হোসিয়ারপুরের বিজেপি নেতা তিকসান সুদের বাড়ির সামনে প্রতিবাদ করছিল বিক্ষুব্ধ কৃষকদের একটি দল। তারা নতুন ৩ কৃষি আইন নিয়েই প্রতিবাদ করছিলেন বলে ধারণা। সেই দল কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তাদের মধ্যেই কিছু লোকজন ট্রাক্টরে করে গোবর এনে ওই নেতার বাড়ির সামনে ফেলেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে নিজের বাড়ির সামনে পাল্টা ধরনায় বসেন তিকসান। বিজেপি সমর্থকরাও পুলিশের সামনে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: সক্রিয় রোগী কমে আড়াই লক্ষ, দেশে মোট সুস্থ ছাড়াল ৯৯ লক্ষ
তবে অমরিন্দর সিংহ এই ঘটনার নিন্দা করেছেন। প্রতিবাদকারীদের সতর্ক করে তিনি বলেছেন, ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদের নামে ব্যক্তিগত পর্যায়ে আঘাত করা লক্ষ্যকে নীচে নামিয়ে দেয়। প্রবল শীতে কৃষকরা সহন শক্তি দেখিয়েছেন। কিন্তু কৃষক নেতাদের শান্তিপূর্ণ থাকার আবেদনেও কিছু ব্যক্তি নিজেদের সংযত রাখতে পারছেন না।’’ পুলিশ অ়জ্ঞাতপরিচয় আন্দোলনকারীদের নামে একটি মামলা রুজু করেছে।
আরও পড়ুন: দিল্লিতে হাড়কাঁপুনি ঠান্ডার দোসর বৃষ্টি, পাল্লা দিয়ে বাড়ছে দূষণও