সেই ঘাতক গাড়িটি। —ফাইল ছবি।
দুই তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে যে বিলাসবহুল গাড়ির ধাক্কায়, এ বার এক চালক এসে দাবি করলেন সেটির স্টিয়ারিং ছিল তাঁরই হাতে! প্রভাবশালী প্রমোটারের ধৃত নাবালক ছেলের নয়। পুণের কল্যাণীনগরের ওই ঘটনার ১৪ ঘণ্টার মধ্যেই জামিন পাওয়ার পরে অভিযুক্ত নাবালক সমাজমাধ্যমে 'র্যাপ' গেয়ে তা উদ্যাপন করেছিল বলে ভিডিয়ো ক্লিপ দিয়ে দাবি করা হয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও ভিডিয়ো সত্যতা যাচাই করা যায়নি। ধৃত কিশোরের ঠাকুরদাকে আজ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই চালককেও জেরা করা হচ্ছে বলে পুণে পুলিশের সূত্রে জানা গিয়েছে।
গত ১৯ মে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটে আসা বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অনীশ আওয়াধিয়া এবং অশ্বিনী কোস্তার নামে মোটরবাইকে সওয়ার দুই তরুণ ইঞ্জিনিয়ারের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সফল হওয়ার আনন্দে প্রচুর মদ্যপান করেছিল বছর সাড়ে সতেরোর ওই কিশোর। সেই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটায়। আজ একটি সাক্ষাৎকারে অনীশের মা দাবি করেন, ওই কিশোর 'খুন' করেছে তাঁর ছেলেকে। পুণের পুলিশ কমিশনার জানান, দ্রুত গতিতে গাড়ি চালানোর আগে অভিযুক্ত কিশোর সজ্ঞানে মদ্যপান করেছিল। সে এ কথাও জানত যে, সরু গলি দিয়ে মত্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালালে পথচলতি কারও মৃত্যুও হতে পারে। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এরই মধ্যে একটি সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারটির এক গাড়িচালক দাবি করেছেন, দুর্ঘটনার রাতে তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। সেই দাবি আবার সমর্থন করেছে অভিযুক্ত কিশোর ও দুর্ঘটনার সময় গাড়িতে থাকা তার দুই বন্ধু। ওই গাড়ি চালককে আপাতত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।