শম্ভু সীমানায় জমায়েত কৃষকদের। ছবি: পিটিআই।
পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় বিক্ষোভ প্রদর্শনের সময় মৃত্যু হল আন্দোলনকারী এক কৃষকের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন ওই কৃষক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই কৃষকের নাম জ্ঞান সিংহ (৬৩)। তাঁর সঙ্গীদের দাবি, শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করেন জ্ঞান সিংহ। তার পরই অচৈতন্য হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ওই কৃষককে পঞ্জাবের রাজপুরা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার পটিয়ালার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা কৃষককে মৃত বলে ঘোষণা করেন।
পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা জ্ঞান। দু’দিন আগে কৃষক আন্দোলনে যোগ দিতে শম্ভু সীমানায় হাজির হয়েছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কৃষক আন্দোলন। পঞ্জাব থেকে ট্র্যাক্টর র্যালি করে কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু শম্ভু সীমানায় তাঁদের আটকে দিয়েছে পুলিশ। তাদের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের দফায় দফায় সংঘর্ষ চলছে গত তিন দিন ধরে। কৃষকেরা ব্যারিকেড ভেঙে হরিয়ানায় ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে কৃষকদের সেই ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ২০২০ সালেও ন্যূনতম সহায়ক মূল্য-সহ (এমএসপি) বেশ কয়েক দফার দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন কৃষকেরা। ১৩ মাস ধরে চলা সেই আন্দোলনেও বহু কৃষকের মৃত্যু হয়েছিল। তবে দ্বিতীয় দফার এই কৃষক আন্দোলনে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।