Farmers Protest

ঢুকতে বাধা, কৃপাণ হাতে দিল্লি পুলিশকে তাড়া আন্দোলনকারীদের

অভিযোগ, মিছিল যাওয়ার সময় পুলিশের বাধা পেয়ে নিহং দলের সদস্যরা কৃপাণ হাতে তেড়ে যান পুলিশের দিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৬:১৫
Share:

কৃপাণ হাতে পুলিশকে তাড়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সকাল থেকে দিল্লির রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে আন্দোলনকারী কৃষকদের ট্র্যাক্টর। সেখানকার বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙে লালকেল্লাতেও পৌঁছে গিয়েছেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসের এই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠন। অভিযোগ, মিছিল যাওয়ার সময় পুলিশের বাধা পেয়ে নিহং দলের সদস্যরা কৃপাণ হাতে তেড়ে যান পুলিশের দিকে। দিল্লির অক্ষরধামের কাছে নয়ডা মোড়ে ঘটেছে এই ঘটনা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে প্রতিবাদকারীদের।

Advertisement

মঙ্গলবার সকালে নয়ডা মোড়ে সিমেন্টের ব্লক দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। সেখানে বাধা পেয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও চালায় পুলিশ। সে সময়ই কিছুজনকে দেখা যায় পুলিশকে লক্ষ্য করে কৃপাণ হাতে ছুটে যেতে।

কৃষকদের এই মিছিল দিল্লি সীমানায় হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। সীমান্ত পেরিয়ে দিল্লির বিভিন্ন রাস্তায় ঢুকে পড়ে। লাগামছাড়া গতিতে দিল্লি ছড়িয়ে পড়ে তা বাধা দিতে গিয়ে দিল্লির নয়ডা মোড়, আইটিও মোড়, এসবিটি এলাকায় খণ্ডযুদ্ধ হয়েছে পুলিশের সঙ্গে। কাঁদানে গ্যাস, লাঠি চার্জ কোনও কিছুতেই থামানো যায়নি আন্দোলনকারীদের। লালকেল্লা পৌঁছে পতাকাও উত্তোলন করেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement