বিজনৌরে হিংসার ঘটনায় নিহত ও আহতদের বাড়িতে যান উত্তরপ্রদেশের এক মন্ত্রী কপিল দেব অগ্রবাল। বৃহস্পতিবার। ছবি- টুইটার থেকে সংগৃহীত।
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ করতে গিয়ে যাঁরা হিংসার শিকার হয়েছেন, বিজনৌরে তাঁদের দেখতে গিয়েও ধর্মের বাছবিচার করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব অগ্রবাল। গত শুক্রবারের হিংসার ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন যে দুই মুসলিম, সৌজন্যের খাতিরেও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন না কপিল। এই ঘটনায় বিজ
না যাওয়ার জন্য ন্যূনতম দুঃখপ্রকাশ তো দূরের কথা, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ‘‘কেন যাব? যারা দাঙ্গা বাধিয়েছিল, তাদের বাড়িতে দেখা করতে যাব কেন? ওরা তো সমাজেরই কেউ নয়। তা হলে ওদের বাড়িতে যাব কেন?’’
বিজনৌরের নেহতাউর জেলায় গত শুক্রবারের হিংসার ঘটনায় নিহত যে দুই মুসলিমের বাড়িতে দেখা করতে যাওয়ার সৌজন্যও দেখাননি এ দিন কপিল, তাঁদের বাড়ির অদূরেই এক আহতের বাড়িতে কিন্তু গিয়েছিলেন কপিল। হিংসার ঘটনায় আহত ওম রাজ সাইনির বাড়ি।
গত বৃহস্পতি ও শুক্রবারের হিংসার ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২১ জনের।