Goa Traffic

বিমান ধরতে পারলেন না অনেকে, তিন ঘন্টারও বেশি তীব্র যানজট, অবশেষে ছন্দে ফিরল গোয়া

পনজিম থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে জুয়াড়ি ব্রিজে একটি টেম্পোর সঙ্গে একটি এসইউভি গাড়ির হঠাৎ ধাক্কা লাগে। তারপরে, ৪৫ মিনিট গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

গোয়া শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ২০:২৪
Share:

পনজিম থেকে দক্ষিণ গোয়ার জাতীয় সড়কে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে লম্বা যানজট তৈরি হয়েছিল সোমবার। -ফাইল চিত্র।

সোমবার সকালে একটি দুর্ঘটনার জেরে পনজিম থেকে দক্ষিণ গোয়ার জাতীয় সড়কে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে লম্বা যানজট তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পনজিম থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে জুয়াড়ি ব্রিজে একটি টেম্পোর সঙ্গে একটি এসইউভি গাড়ির হঠাৎ ধাক্কা লাগে। তারপরে ওই রাস্তায় ৪৫ মিনিট ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

পরে, গাড়িগুলিকে একটি বিশেষ ক্রেনের মাধ্যমে সরিয়ে দেওয়া হলেও জাতীয় সড়কে যানজট কমেনি। এই যানজটের কারণে, অনেকেই ডাবোলিম বিমানবন্দর থেকে তাঁদের উড়ান ধরতে পারেননি। অনেক অফিসযাত্রী তাঁদের কাজের জায়গায় সময়মতো পৌঁছোতে না পারার কারণে সমস্যায় পড়েছিলেন।

ওই যানজটে আটকে থাকা এক ব্যবসায়ী কেদার মাপেক্সনকার বলেন, “মরগাও থেকে পনজিম যাওয়ার রাস্তায় আমি এবং আমার ছেলেমেয়েরা প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকে ছিলাম। এতটাই লম্বা যানজট যে আমরা শেষে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

Advertisement

ওই যানজটে আটকে থাকা এক ব্যবসায়ী কেদার মাপেক্সনকার বলেন, “মরগাও থেকে পনজিম যাওয়ার রাস্তায় আমি এবং আমার ছেলেমেয়েরা প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকে ছিলাম। এতটাই লম্বা যানজট যে আমরা শেষে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

আভিত নার্ভেকার বলেন, “আমরা সময়ের আগেই রওনা দিয়েছিলাম, কিন্তু তবু বিমানবন্দরে ঠিক সময় পৌঁছতে পারিনি এবং মুম্বইয়ের ফ্লাইট আমরা ধরতে পারিনি।”

পুলিশ মাধ্যমে জানা গিয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) এর একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, “আমরা এখনও অবধি যাত্রীদের থেকে তাঁদের ফ্লাইট সম্পর্কে কোনও অভিযোগ পাইনি।’’

সূত্রের খবর, গোয়ার পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আগের মতো আর ভারী যানজট নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement