Priyanka Gandhi Vadra

বারাণসীতে লঙ্গর-ভোজে প্রিয়ঙ্কা, বার্তা ‘খাঁটি ধর্মের’

২০২২-এ বিধানসভা ভোট উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কুর্সির দখল নিতে এ বার আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস।

Advertisement

সংবাদ সংস্থা

বারাণসী শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৩৫
Share:

গোবর্ধন রবিদাস মন্দিরের লঙ্গরে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। শনিবার বারাণসীতে। পিটিআই

চলতি মাসেই দু’বার প্রয়াগরাজ ঘুরে গিয়েছেন। এ বার বারাণসী। যোগী-রাজ্যে নিজেদের সমর্থন ধরে রাখতে আজ ফের উত্তরপ্রদেশে পা রাখলেন রাজ্যের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। প্রয়াগরাজে গিয়ে পুণ্যস্নান করেছিলেন, নৌকায় চড়েছিলেন। স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে দেখাও করেছিলেন প্রিয়ঙ্কা। সন্ত রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বারাণসীতে পৌঁছে সটান চলে গেলেন গোবর্ধন রবিদাস মন্দিরে। মন্দিরে প্রার্থনা ও সন্ত নিরঞ্জন মহারাজের সঙ্গে সাক্ষাতের পরে মন্দিরের লঙ্গরখানায় মধ্যাহ্নভোজও সারলেন প্রিয়ঙ্কা। বললেন, ‘‘সরল সিধেসাধা ধর্মই খাঁটি ধর্ম। এর মধ্যে রাজনীতি বা ভেদাভেদের কোনও স্থান নেই। সন্ত রবিদাস যে ভক্তি আন্দোলনের দিশা দেখিয়েছিলেন, তাতে মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমা, ভালবাসা, বিশ্বাস আর মানবসেবাই সেই ধর্মের আসল ভিত্তি।’’

Advertisement

২০২২-এ বিধানসভা ভোট উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কুর্সির দখল নিতে এ বার আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে কংগ্রেস। সেই সূত্রেই
ঘনঘন যোগী-রাজ্যে পা রাখছেন রাহুল-প্রিয়ঙ্কা। আজ ফের ধীবরদের পাশে থাকার আশ্বাস দিলেন কংগ্রেস নেত্রী। একই সঙ্গে নিশানা করলেন কেন্দ্রের বিতর্কিত তিন
কৃষি আইনকেও। এ দিন প্রিয়ঙ্কার কথায় কথায় এল করোনা-সঙ্কট মোকাবিলার প্রসঙ্গও। মন্দিরে যাওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আমার ইচ্ছেতেই কংগ্রেসের কর্মী-সমর্থকেরা লকডাউনের আগাগোড়া এ রাজ্যে মানুষের পাশে থেকেছেন। কমিউনিটি কিচেন সফল করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও প্রশংসনীয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement