Murder in Surat

জলের পাইপ বসাতে গিয়ে বচসা! বাড়ির মালিককে মুগুর মেরে খুন দুই ভাইয়ের

পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশের দাবি, ওই দু’জন জেরায় নিজেদের দোষ স্বীকার করেছেন। অতীতে তাঁরা কোনও অপরাধে জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২২:০৪
Share:

মালিকের মাথায় মুগুর মেরে খুনের অভিযোগ উঠল দুই কর্মীর বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুজরাতের সুরতের একটি বাড়িতে জলের পাইপ বসানো নিয়ে বচসা। রাগের বশে মালিকের মাথায় মুগুর মেরে খুনের অভিযোগ উঠল দুই কর্মীর বিরুদ্ধে। ওই দুই কর্মী সম্পর্কে ভাই। পুলিশ গ্রেফতার করেছে তাঁদের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ঘটনাটি হয়েছে সুরতের লালগেট থানা এলাকায়। সেখানে আফজল পটেল নামে এক ব্যক্তির বাড়িতে জলের পাইপ বসানোর কাজ করতে গিয়েছিলেন দুই অভিযুক্ত মহম্মদ শাহজাদ ওরফে খুজলি ফারুক মমিন শেখ এবং ইজাজ ফারুক শেখ। পুলিশ সূত্রে খবর, সেই পাইপ বসানো নিয়েই আফজলের সঙ্গে ঝগড়া হয় দু’জনের। তার জেরে আফজলের মাথায় দু’জন আঘাত করেন বলে অভিযোগ। তার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আফজলকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশের দাবি, ওই দু’জন জেরায় নিজেদের দোষ স্বীকার করেছেন। অতীতে তাঁরা কোনও অপরাধে জড়িত ছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement