বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট আর পেট্রোল পাম্পেও চালানো যাবে না। এখনও যদি সেগুলি আমাদের কাছে থেকে থাকে তা হলে সেগুলি শুধু ব্যাঙ্কেই জমা দিতে হবে। পাশাপাশি নতুন ৫০০ টাকার নোটেরও আর বাজারে অভাব থাকবে না খুব বেশি দিন। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব বাজারে পর্যাপ্ত পরিমাণে নতুন ৫০০ টাকার নোট নিয়ে আসার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়েছে। নতুন ৫০০ টাকার নোট ছাপানো হচ্ছে প্রচুর পরিমাণে। ফলে, নতুন ৫০০ টাকার নোটের অভাবে আর আমাদের ভোগান্তি হবে না খুব বেশি দিন। অর্থ মন্ত্রকের অর্থনীতি বিষয়ক সচিব শক্তিকান্ত দাস বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন- অনলাইন লেনদেনে এ বার লাকি ড্র, নগদ পুরস্কারের ঘোষণা কেন্দ্রের
শক্তিপদবাবু এ দিন সাংবাদিকদের জানান, দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে মানুষের ভোগান্তি কমাতে বিমানে চাপিয়ে নতুন ৫০০ টাকার নোট পাঠানো হচ্ছে। কোন কোন প্রত্যন্ত এলাকায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, তাদের নামধাম তালিকাভুক্ত করা হচ্ছে। আগে বাজারে ২০০০ টাকার নতুন নোট বেশি করে ছাড়া হয়েছিল। এখন নতুন ৫০০ টাকার নোট বাজারে বেশি করে ছাড়ার ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১০, ২০, ৫০, ১০০ টাকার নোটও আগে বছরে তিন বার ছাড়া হত বাজারে, টাকার জোগান অব্যাহত রাখার জন্য। গত পাঁচ সপ্তাহে, আপৎকালীন ব্যবস্থা হিসেবে সেই জোগান তিন গুণ বাড়ানো হয়েছে। এ ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে সচল রাখতে গত পাঁচ সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্ক পাঁচ লক্ষ কোটি টাকার নতুন নোট ব্যাঙ্কগুলির হাতে তুলে দিয়েছে পুরনো নোটের পরিবর্তে।