Gold Prices

Gold Price: সোনার ভরি ৮৮ টাকা ছিল স্বাধীনতার সময়, ১০০ টাকা হতে লেগেছিল ১২ বছর

ইতিমধ্যেই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করে ফেলেছি আমরা। এই সময়ের মধ্যে সোনা এবং রুপোর দর কী ভাবে বদলে গিয়েছে তা দেখে নেওয়া যাক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৩:১৬
Share:

প্রতীকী ছবি।

বিয়ের অনুষ্ঠান হোক বা বাড়ির কোনও শুভ কাজ, সোনার সঙ্গে ভারতীয়দের যেন আত্মার যোগ রয়েছে। কিন্তু সেই ধাতুই কিনতে গিয়ে এখন আমজনতার নাভিশ্বাস উঠছে। বর্তমানে গয়নার সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫০ হাজারের কাছাকাছি। বর্তমানে সোনার দাম শুনে যদি আঁতকে ওঠেন, তা হলে দেশ স্বাধীন হওয়ার সময় সোনার দাম শুনে অবাকই হবেন। সেই সময় সোনার দাম কত ছিল জানেন?

ইতিমধ্যেই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করে ফেলেছি আমরা। এই সময়ের মধ্যে সোনা এবং রুপোর দর কী ভাবে বদলে গিয়েছে তা দেখে নেওয়া যাক।

Advertisement

গ্রাফিক: সনৎ সিংহ।

১৯৪৭ সালে দেশ যখন স্বাধীন হয়, তখন প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮ টাকা। ১৯৫৯ সালে প্রথম সোনার দাম পৌঁছয় একশোর ঘরে। তার ঠিক ১৫ বছর পর অর্থাৎ ১৯৭৪ সালে এক ধাক্কায় ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয় ৫০০ টাকা।

২০০৭-এ সোনার সোনার দর পৌঁছয় ১০ হাজারে। ২০১১-য় ২৬ হাজার। ২০২০-তে তা রেকর্ড ৫৬ হাজারে পৌঁছয় ১০ গ্রাম সোনার দাম। মাত্র ১০ বছরের মধ্যে দ্বিগুণ দাম বেড়েছে সোনার।

Advertisement

অন্য দিকে, ১৯৪৭ সালে রুপোর দাম ছিল কেজি প্রতি ১০৭ টাকা। ১৯৭৪-এ সেই দাম পৌঁছয় এক হাজারে। ১০ বছরের মধ্যে তা পাঁচ গুণ বৃদ্ধি পায়। ২০০৮-এ ছ’গুণ বেড়ে কেজি প্রতি রুপোর দাম হয় ২৫ হাজার টাকা। ২০২০-তে তিন গুণের বেশি বেড়ে রেকর্ড ৭৮ হাজার টাকায় পোঁছয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement