ফাইল ছবি।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতে সাত কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে কংগ্রেস।
বিপুল ভোটে জয়ী হয়ে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভোটের ফল প্রকাশের পরই দেখা গিয়েছিল, যশবন্তের বদলে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন অনেক বিরোধী দলের সাংসদ, বিধায়কও। তেমনই ঘটনা ঘটেছে গুজরাতে। সেখানে কংগ্রেসের ৬৪ জন বিধায়কের মধ্যে সাত জন বিধায়ক ক্রস ভোটিং করেছেন বলে অভিযোগ। সত্যতা খুঁজতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে গুজরাত প্রদেশ কংগ্রেস।
গুজরাত কংগ্রেসের প্রবীণ নেতা মণীশ দোশি বলেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি নির্বাচনে গুজরাত থেকে ক্রস ভোটিং হয়েছে। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। তদন্ত করে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’
ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি দ্রৌপদীর নির্বাচনে গুজরাত থেকে পেয়েছেন ১২১টি ভোট, যা গুজরাতে বিজেপির বিধায়ক সংখ্যা ১১১টি থেকে ১০টি ভোট বেশি। মনে করা হচ্ছে, ওই ১০টি ভোটের মধ্যে সাতটি ভোটই দিয়েছেন কংগ্রেস বিধায়করা।