তিব্বতে ইয়ারলুং সাংপো বা ব্রহ্মপুত্রের উপর সবচেয়ে বড় বাঁধ গড়বে চিন। তৈরি হবে জলবিদ্যুৎ প্রকল্প। উৎপন্ন হবে ৬০ গিগাওয়াট বিদ্যুৎ। বছরে ৫ কোটি চিনা আবাসনে বিদ্যুৎ পৌঁছে দেবে মেডগ বাঁধ। খরচ হবে ১৩৭ বিলিয়ন আমেরিকান ডলার। আনুষ্ঠানিক ঘোষণার পরই দুশ্চিন্তা প্রকাশ করে ভারত সরকার। কোথায় আপত্তি? অরুণাচল প্রদেশের মাথার উপর ওই বাঁধ তৈরি হলে কোথায় ক্ষতির আশঙ্কা?