গঙ্গা বাঁচাতে সরবে চামড়ার কারখানা

ইলাহাবাদে অর্ধ-কুম্ভ ২০১৯ সালে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলেন যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, ‘‘অন্তত ১২ কোটি পুণ্যার্থী স্নান করবেন সঙ্গমে। তাঁরা যেন সমস্যায় না পড়েন, দুষণমুক্ত থাকে গঙ্গা ও যমুনার জল— সেই ব্যবস্থা করতে হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:০৩
Share:

ইলাহাবাদে অর্ধ-কুম্ভ ২০১৯ সালে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলেন যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, ‘‘অন্তত ১২ কোটি পুণ্যার্থী স্নান করবেন সঙ্গমে। তাঁরা যেন সমস্যায় না পড়েন, দুষণমুক্ত থাকে গঙ্গা ও যমুনার জল— সেই ব্যবস্থা করতে হবে।’’ এর জন্য কানপুর ও কনৌজে যে সব চামড়ার কারখানা আছে সেগুলি ধাপে ধাপে সরিয়ে ফেলতে হবে বলেও আজ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া, উত্তরপ্রদেশে কোথাও দূষিত জল যাতে গঙ্গায় এসে না পড়ে তা-ও নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনে ও সরকারি কাজেও যাতে দুর্নীতির জল না ঢোকে তা নিয়েও তৎপর যোগী। আজ তাঁর নির্দেশ, সরকারি প্রকল্পের অর্থ যেন অপচয় না হয়। ফৌজদারি অপরাধের অতীত রয়েছে এমন কাউকে সরকারি কাজের বরাত দেওয়া চলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement