kerala

আল্লাকে ‘সন্তুষ্ট করতে উৎসর্গ’, ৬ বছরের ছেলেকে খুন করলেন অন্তঃসত্ত্বা মা

আল্লা সন্তুষ্ট হবেন। সে জন্য নিজের ৬ বছরের ছেলেকে খুন করলেন মা। রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের পালাকাডে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৬
Share:

প্রতীকী ছবি।

আল্লা সন্তুষ্ট হবেন। সে জন্য নিজের ৬ বছরের ছেলেকে খুন করলেন মা। রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের পালাকাডে। সেই সময় বাড়িতে ওই মহিলার স্বামী এবং বাকি সন্তানরা থাকলেও তাঁরা জানতেই পারেননি এই খুনের বিষয়টি। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অন্তঃসত্ত্বা ওই মহিলার নাম শাহিদা। তিনি মাদ্রাসার শিক্ষিকা। রবিবার ভোর ৪টে নাগাদ পালকাড পুলিশের কাছে একটি ফোন আসে। ওই মহিলাই ছেলেকে খুন করে ফোন করেছিলেন পুলিশকে। পুলিশ এসে দেখে, মহিলার হাতে ক্ষত। বাথরুমে পড়ে রয়েছে ছেলে। তার পা দু’টি বাঁধা। গলা দিয়ে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে বাথরুম।

এই ঘটনার সময় বাড়িতে অন্য ঘরে ঘুমচ্ছিলেন মহিলার স্বামী সুলেমান এবং শাহিদার অন্য তিন সন্তান। পুলিশ আসার পর তাঁরা জানতে পারেন এই ঘটনার কথা। সব থেকে ছোট ছেলেকেই শাহিদা খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ। সুলেমান পালাকাডে ট্যাক্সিচালকের কাজ করেন। শাহিদাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘আল্লাকে সন্তুষ্ট’ করতে নিজের ছেলেকে উৎসর্গ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement