Prashant Kishor

‘নেতা হতে চাই না, মানুষই নেতা’, নয়া দলের সূচনার তিন দিন আগে সাংবাদিক বৈঠক প্রশান্ত কিশোরের

গান্ধীজয়ন্তীর দিন আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দল হিসাবে যাত্রা শুরু হবে ‘জন সুরজ’-এর। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন প্রশান্ত। ওই দিনই বিস্তারিত ঘোষণা করা হবে দলের নেতৃস্থানীয়দের নাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৭
Share:

প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

আর ঠিক তিন দিন পরেই বিহারে আত্মপ্রকাশ করতে চলেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নয়া রাজনৈতিক দল ‘জন সুরজ’। তার আগে রবিবার সাংবাদিক বৈঠক করলেন প্রশান্ত। জানালেন, আগামী ২ অক্টোবরই বিস্তারিত ঘোষণায় জানানো হবে দলের নেতৃস্থানীয়দের নাম।

Advertisement

রবিবার সাংবাদিক বৈঠকে প্রশান্ত আরও বলেন, ‘‘আমি কখনওই নেতা ছিলাম না। নেতা হতেও চাই না। এখন সময় এসেছে জনগণের নেতৃত্ব দেওয়ার।’’ আগামী ২ অক্টোবর আত্মপ্রকাশ করতে চলেছে প্রশান্তের নয়া দল। গান্ধীজয়ন্তীর দিন আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করা হবে ‘জন সুরজ অভিযান’কে। নাম দেওয়া হবে ‘জন সুরজ’ দল। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন প্রশান্ত। ওই দিনই নেতৃস্থানীয়দের নাম জানানো হবে। প্রসঙ্গত, ২০২২ সালের ২ অক্টোবরই শুরু হয়েছিল প্রশান্তের ‘জন সুরজ’ উদ্যোগের প্রাথমিক পর্যায়ের যাত্রা। দু’বছর পর এই তারিখেই দল হিসাবে আত্মপ্রকাশ করবে সেই উদ্যোগ।

দল নিয়ে আশাবাদী প্রশান্ত। দলের তিনটি প্রাথমিক উদ্দেশ্যের মধ্যে রয়েছে বিহারের প্রতিটি গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, ভয় দেখিয়ে নির্বাচন প্রভাবিত করার রীতিতে বদল আনা এবং বিহারকে দেশের সেরা ১০ রাজ্যের মধ্যে স্থান দেওয়া। ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে বদল আনবেন মদ নিষেধাজ্ঞায়, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন প্রশান্ত। সেই সঙ্গে তাঁর আরও দাবি, বিহারে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ২০টি আসনও পাবে না নীতীশ কুমারের দল! নিজের সংগঠন ‘জন সুরজ’ নিয়ে এতটাই আত্মবিশ্বাসী প্রশান্ত ওরফে পিকে।

Advertisement

পিকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জন সুরজ’ সরকার গঠনের সুযোগ পেলে এক ঘণ্টার মধ্যেই বদল আনা হবে আবগারি নীতিতে। এ বিষয়ে প্রশান্তের যুক্তি, ‘‘বিশ্বের বহু দেশেই আগে মদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। বরং ক্ষতিই হয়েছে। মদ নিষিদ্ধ করার নামে গান্ধীজির নামেও নানা অপপ্রচার চালিয়েছে নীতীশের দল।’’ পিকের আরও দাবি, জন সুরজ ভোট-রাজনীতির ময়দানে নামলে নীতীশ কুমারের দল ২০টির বেশি আসন পাবে না! আগামী নির্বাচনে নিশ্চিত ভাবে তাঁর দল ক্ষমতায় আসতে চলেছে বলে আত্মবিশ্বাসী তিনি। কেন? প্রশ্ন করলেই অতীতে নির্বাচনী ফলাফল বিচারে নিজের দক্ষতার কথা স্মরণ করিয়ে দিয়ে পিকে বলছেন, ‘‘কেউ যদি অন্যকে জেতাতে পারে, তা হলে নিজে কেন জিততে পারবে না?’’

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর বিভিন্ন মহলে পরিচিত ভোটকুশলী ‘পিকে’ হিসাবেই। সেই প্রশান্তই এ বার বিহারে নয়া রাজনৈতিক দল নিয়ে হাজির। চলছে শেষ পর্বের প্রস্তুতি। জন সুরজের আগমনে অদূর ভবিষ্যতে বিহারের রাজনৈতিক ময়দানে কী পালাবদল হয়, এখন সেই দিকেই তাকিয়ে দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement