বক্তা: তরুণ শিল্পোদ্যোগীদের সভায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শনিবার কলকাতার একটি হোটেল। ছবি: সুমন বল্লভ
দেশের কর্মক্ষম তরুণ প্রজন্মের জন্য ভবিষ্যতের শিল্পোদ্যোগীদের কাজের সুযোগ তৈরির বার্তা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একই সঙ্গে অবিচার, বৈষম্য ও হিংসামুক্ত পৃথিবীর গড়ারও আহ্বানও জানালেন তিনি।
শনিবার কলকাতায় বণিকসভা সিআইআইয়ের তরুণ শিল্পোদ্যোগীদের শাখা ইয়ং ইন্ডিয়ানস (ক্যালকাটা চ্যাপ্টার)-এর বার্ষিক সভায় তাঁদের মুখোমুখি হয়েছিলেন প্রণববাবু। গোড়াতেই তিনি জানান, তরুণ শিল্পোদ্যোগীদের মাধ্যমে তাঁদের পূর্বসুরির সঙ্গে ফের যোগসূত্র স্থাপন ও তরুণ প্রজন্মের আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও নতুন ভারত গড়ার ভাবনার সঙ্গী হওয়ার সুযোগ নিতেই তাঁর ওই অনুষ্ঠানে আসা।
এ দিন তাঁর কথায় বার বারই এসেছে উন্নয়ন ও বৈষম্যের প্রসঙ্গ। যেমন একটি রিপোর্টের উল্লেখ করে তাঁর দাবি, সাম্প্রতিক কালে দেখা গিয়েছে, ভারতের ৭১% সম্পদ রয়েছে মাত্র ২১% জনসংখ্যার হাতে। তেমনই আর একটি রিপোর্ট বলছে বিশ্বের সব চেয়ে অনুন্নত ৪০টি দেশের মাত্র ১১% মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। তাঁর কথায়, ‘‘এটা চলতে পারে না। বদল দরকার। আর সেটা আপনাদেরই করতে হবে।’’ তাঁর দাবি, ২০২২ সালে ভারত সব চেয়ে বেশি কর্মক্ষম জনসংখ্যার দেশ হবে। কিন্তু সেই হারে বিপুল কর্মসংস্থান তৈরি করতে না পারলে তা ভয়ানক বিপদ ডেকে আনবে। তাই তাঁর আর্জি, অন্তত ৫০ কোটি কাজের সুযোগ তৈরি করুন তরুণ শিল্পদ্যোগীরা। তেমনই সম্পদের যথাযথ ব্যবহার করে আর্থিক বৈষম্য দূর করুন তাঁরা।