Pranab mukherjee

প্রণবের শারীরিক অবস্থা স্থিতিশীল

অভিজিৎ মুখোপাধ্যায় জানান, গত কয়েক দিনের তুলনায় এখন অনেক ভাল ও স্থিতিশীল রয়েছেন প্রণববাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ০৪:১৮
Share:

প্রণব মুখোপাধ্যায়। ফাইল চিত্র।

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। রবিবার দিল্লির সেনা হাসপাতাল জানায়, প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল। তিনি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যার পাশাপাশি কোভিডেও আক্রান্ত হন প্রণববাবু। একাধিক পুরনো অসুস্থতা থাকায় তাঁর স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছেন বিশেষজ্ঞেরা। টুইটারে এ দিন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, গত কয়েক দিনের তুলনায় এখন অনেক ভাল ও স্থিতিশীল রয়েছেন প্রণববাবু। তাঁর শরীরের সমস্ত মাপকাঠি স্থিতিশীল, চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন। তাঁদের দৃঢ় বিশ্বাস, খুব শীঘ্রই বাড়ি ফিরবেন প্রাক্তন রাষ্ট্রপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement