Bhopal

থরে থরে সাজানো কোভ্যাক্সিন, মধ্যপ্রদেশে রাস্তার ধারে পরিত্যক্ত ট্রাকে বহুমূল্য প্রতিষেধক

শনিবার সকালে মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলার করেলি বাস স্ট্যান্ডের কাছ থেকেই ওই ট্রাকটি বাজেয়াপ্ত করে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৪:৪৭
Share:

পরিত্যক্ত ট্রাকটি।

প্রতিষেধক বোঝাই একটি পরিত্যক্ত ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের করেলিতে। শনিবার সকালে মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলার করেলি বাস স্ট্যান্ডের কাছ থেকেই ওই ট্রাকটি বাজেয়াপ্ত করে পুলিশ। তার ভিতরে প্রায় আড়াই লাখ কোভ্যাক্সিন ডোজ ছিল।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে প্রথম খবর আসে যে রাস্তার ধারে একটি ট্রাক দীর্ঘ ক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে ট্রাকটিতে কোভ্যাক্সিন প্রতিষেধক ঠাসা রয়েছে। ট্রাকটির চালক এবং খালাসির কোনও খোঁজ মেলেনি। তবে ট্রাকের কাছেই ঝোপ থেকে চালকের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ট্রাকটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, চালক এবং খালাসির কী হল, সে সব জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে প্রায় ৮ কোটি টাকার প্রতিষেধক মজুত রয়েছে। তবে ট্রাকটির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সচল থাকায় কোনও প্রতিষেধক নষ্ট হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement