Murder

যেন বাস্তবের ‘দৃশ্যম’! ৩ বছর পর উঠোন খুঁড়ে উদ্ধার ভাইয়ের দেহ

বুধবার কেরলের কোল্লামের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০৮:৫৭
Share:

প্রতীকী ছবি।

ঠিক যেন হিন্দি ছবি ‘দৃশ্যম’ এর দৃশ্য। বাড়ির উঠোন খুঁড়ে মৃতদেহ বার করে আনছে পুলিশ। তবে ‘দৃশ্যম’-এ শেষমেশ মাটি খুঁড়ে একটি কুকুরের পচাগলা দেহ বার করেছিল পুলিশ। এ ক্ষেত্রে মাটি খুঁড়ে মানুষের মৃতদেহ বার করে আনল তারা।

Advertisement

বুধবার কেরলের কোল্লামের ঘটনা। যে ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ তাঁর নাম শাজি পিটার। ২০১৮ সাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৩ বছর পর তাঁর দেহ উদ্ধার হল।

২০১৮ সালে ওনাম উৎসবের সময় শাজি বাড়ি ফিরেছিলেন। অভিযোগ, নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে তিনি অত্যন্ত খারাপ আচরণ করেন। ওই দিনই ঘটনার কথা জানতে পেরে তাঁর ভাই শাজিন মারধর শুরু করেন শাজিকে। মারধরের চোটে মৃত্যু হয় শাজির। ঘটনার সময় পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের মা এবং শাজিনের স্ত্রী। ওই তিন জনে মিলেই বাড়ির উঠোনে শাজির মৃতদেহ পুঁতে দেন। যাতে কেউ সন্দেহ না করে তাই পাড়া-প্রতিবেশীদের কাছে এত দিন ধরে বলে বেড়াতেন যে শাজি কর্মসূত্রে অন্যত্র রয়েছেন।

Advertisement

কিন্তু বছরের পর বছর শাজি বাড়ি না ফেরায় সন্দেহ হয় প্রতিবেশীদের মধ্যে। তাঁরাই পুলিশে খবর দেন। তদন্তে খুনের কথা স্বীকার করে নেন শাজিন। বুধবার বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় শাজির দেহ। শাজিন, তাঁর মা এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement