Sitaram Yechury

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সীতারাম ইয়েচুরির ছেলে

বৃহস্পতিবার সীতারাম একটি টুইট করে তাঁর সন্তানের মৃত্যুর খবর জানিয়েছেন। গুরুগ্রামের একটি হাসপাতালে আশিসের চিকিৎসা চলছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০৮:৩০
Share:

ফাইল চিত্র

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ব়ড় ছেলে আশিস ইয়েচুরি। পেশায় সাংবাদিক আশিস বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।

Advertisement

বৃহস্পতিবার সীতারাম একটি টুইট করে তাঁর সন্তানের মৃত্যুর খবর জানিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, গুরুগ্রামের একটি হাসপাতালে আশিসের চিকিৎসা চলছিল।

Advertisement

টুইটারে সীতারাম ইয়েচুরি সন্তানের মৃত্যুর খবর দেওয়ার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকদের। তিনি লিখেছেন, ‘যে নার্স, চিকিৎসক, প্রথম সারির করোনা যোদ্ধারা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাই’। সিপিএমের পলিটব্যুরোর তরফে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছেন, ‘সীতারাম ইয়েচুরি ও ইন্দ্রাণী মজুমদারের প্রতি তাঁদের সন্তানের প্রয়াণে আমাদের গভীর সমবেদনা রয়েছে। ইয়েচুরি পরিবারের পাশে আমরা আছি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement