police beaten

হেলমেট ছাড়া বাইক আরোহীকে ধরেছিলেন, লখনউতে পুলিশকেই বেধড়ক মার চার যুবকের

ডেপুটি কমিশনার রাহুল রাজ বলেন, ‘‘পারা থানার হেড কনস্টেবল শ্রীকান্ত চার জনকে একটি বাইকে হেলমেটহীন অবস্থায় যেতে দেখে আটকান। তার পরেই শ্রীকান্তকে মারধর করেন ওই চার জন।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২২:৩২
Share:

পুলিশ আধিকারিককে মার। — টুইটার থেকে নেওয়া।

হেলমেটহীন বাইক আরোহীদের ধরেছিলেন। বিনিময়ে জুটল বেধড়ক মার। ঘটনা উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের। মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আনন্দবাজার অনলাইন ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ঘটনায় এফআইআর দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, চার জন মিলে এক পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করছেন। জানা গিয়েছে, পারা থানার হেড কনস্টেবল শ্রীকান্ত একটি বাইকে সওয়ার চার জনকে হেলমেট না পরার জন্য থামান। বাইক থেকে নেমেই চার জনে মিলে শ্রীকান্তকে মারতে শুরু করেন। সেই ভিডিয়োই বর্তমানে ভাইরাল।

পুলিশের ডিসি রাহুল রাজ বলেন, ‘‘পারা থানার হেড কনস্টেবল শ্রীকান্ত চার জনকে একটি বাইকে হেলমেটহীন অবস্থায় যেতে দেখে আটকান। তার পরই শ্রীকান্তকে মারধর করেন ওই চার জন। পারা থানায় এই মর্মে একটি এফআইআর দায়ের করা হয়েছে।’’

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চার জনকেই চিহ্নিত করা গিয়েছে। তবে কাউকেই এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement