প্রতীকী ছবি।
পাহাড়ের কোলে ৫০ ফুট সুড়ঙ্গ। বাইরে থেকে দেখলে কারও বোঝার সাধ্য যে ভিতরে অতটা জায়গা। সুড়ঙ্গে ঢোকার মুখটা খুবই সরু। কোনও রকমে একজন করে যাওয়া যাবে। দিল্লির মোতিবাগ এলাকায় স্মৃতি বটিকা পার্কের কাছে এমনই একটা সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ।
কিন্তু ওই সুড়ঙ্গে যে ‘আলিবাবার খাজানা’ রয়েছে তা বুঝতেই পারেনি পুলিশ। সুড়ঙ্গের ভিতরে ঢুকতেই তাঁদের চোখ ছানাবড়া! সেখানে থরে থরে সাজানো রয়েছে দামি মোবাইল, ল্যাপটপ, দামি ঘড়ি-সহ নানান ইলেকট্রনিক্স পণ্য। পুলিশ আপাতত সেই জিনিসগুলোকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।
আরও খবর: সিট নিয়ে বিরোধে বিমান ২০ মিনিট দেরি, এ বার বিতর্কে দোলা সেন
মোতিবাগ এলাকাটা একটু পাহাড়ি প্রকৃতির। সেখানে পাহাড়ের কোলে একটা সুড়ঙ্গের মধ্যে ৬ জন চোর চুরির মাল এনে রাখত। সুড়ঙ্গটা এমন জায়গায় যে চট করে লোকের চোখে পড়বে না। স্থানীয় বাসিন্দারা প্রায়ই লক্ষ্য করতেন কয়েক জন ওই পাহাড়ে প্রায়ই যাতায়াত করছে। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৬ চোরকে ধরে। তার পর তাদের জেরা করে ওই গোপন ডেরার খবর পায়। তার পরই সেই সুড়ঙ্গে যায় পুলিশ। জিনিসগুলো উদ্ধার করে নিয়ে আসে।