রাজকোটের গেমিং জ়োনে অগ্নিকাণ্ডের পর পুলিশে রদবদল। — ফাইল চিত্র।
গুজরাতের রাজকোটে গেমিং জ়োনে অগ্নিকাণ্ডের পর পুলিশে একাধিক রদবদল। পুলিশ কমিশনার পদ থেকে রাজু ভার্গবকে বদলি করা হল। এখনও তাঁকে নতুন পদ দেওয়া হয়নি। তাঁর জায়গায় ওই পদের দায়িত্ব নিয়েছেন ব্রজেশকুমার ঝা। তিনি আমদাবাদের বিশেষ পুলিশ কমিশনার ছিলেন। রাজকোটের গেমিং জ়োনে আগুন লেগে ২৮ জনের মৃত্যুর পর এই বদলি। মৃত ২৮ জনের মধ্যে ছিল নয় শিশুও।
রাজুর পাশাপাশি, রাজকোট পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক, ক্রাইম) বিধি চৌধুরীকেও বদলি করা হয়েছে। তাঁকেও এখনও নতুন পদ দেওয়া হয়নি। তাঁর জায়গায় নিযুক্ত হয়েছেন মহেন্দ্র বাঘিরা। তিনি কচ্ছ-ভুজ (পশ্চিম) জোনের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ছিলেন। রাজকোট (জোন-২)-এর ডেপুটি কমিশনার পদ থেকে অপসারণ করা হয়েছে সুধীরকুমার দেশাইকে। তাঁকেও নতুন পদ দেওয়া হয়নি। তাঁর পদে নিয়োগ করা হয়েছে জগদীশ ভাঙ্গওয়ারাকে। তিনি বরোদার সেন্ট্রাল জেলের সুপার ছিলেন।
সোমবারই রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় গুজরাত হাই কোর্টের প্রশ্নের মুখে পড়েছে সে রাজ্যের বিজেপি সরকার। সোমবার একটি মামলার শুনানিতে আদালত জানায়, তারা গুজরাত সরকারকে আর ‘বিশ্বাস’ করতে পারছে না। পাশাপাশি, রাজকোটের পুরসভাকে ভর্ৎসনা করে আদালত।
গত শনিবার আগুনে পুড়ে যায় রাজকোটের ওই গেমিং জ়োন। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। তাঁদের মধ্যে ৯টি শিশুও ছিল। আহত আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গেমিং জ়োনের মালিক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ওই গেমিং জ়োনের দমকলের ছাড়পত্রও ছিল না। তার পরেও কী ভাবে ওই গেমিং জ়োন চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার আদালতেও এই প্রশ্নের সম্মুখীন হতে হয় পুরসভাকে। ভর্ৎসনা করা হয় রাজ্য সরকারকেও। তার পরেই পুলিশে রদবদল।