Suicide

স্ত্রী এবং তাঁর ‘ধর্ষক’ হেনস্থা করছে! চার মিনিটের ভিডিয়ো করে চরম পদক্ষেপ যুবকের

মৃত্যুর আগে চার মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, চরম পদক্ষেপ করার জন্য তাঁকে প্ররোচনা দিয়েছেন তাঁর স্ত্রী এবং এক ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬
Share:

বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মধ্যপ্রদেশের ৩৭ বছরের ওই যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার স্ত্রীর দিকে আঙুল তুলে আত্মঘাতী ৩৭ বছরের এক যুবক। শুধু স্ত্রী নয়, অন্য এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, ওই অভিযুক্ত তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছেন। চার মিনিটের ভিডিয়োতে একের পর এক এ ধরনের অভিযোগ করে আত্মঘাতী হয়েছেন মধ্যপ্রদেশের খন্ডওয়া জেলার ওই যুবক। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সুপার মনোজকুমার রায় জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তার আগে চার মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, চরম পদক্ষেপ করার জন্য তাঁকে প্ররোচনা দিয়েছেন তাঁর স্ত্রী এবং এক ব্যক্তি। ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেছেন মৃত। এ সব কারণে গত কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি।

মৃত যুবক এ-ও দাবি করেছেন যে, তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চেয়েছিলেন, কিন্তু তাঁর স্ত্রী রাজি হননি। উল্টে তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন।

Advertisement

দিন কয়েক আগে ২৪ পাতার সুইসাইড নোট লিখে এবং একটি ভিডিয়ো পোস্ট করে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদ। তিনি সুইসাইড নোটে স্ত্রী এবং তাঁর পরিবারের দিকে আঙুল তুলেছেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃতের স্ত্রী, শাশুড়ি, শ্যালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement